হাথুরুসিংহের চোখে সফল নিউজিল্যান্ড সফর
শেষটা মনমতো হয়নি বাংলাদেশের। নিউজিল্যান্ডকে বাগে পেয়েও প্রথমবারের মতো তাদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ না জেতার আক্ষেপ সঙ্গী করেই দেশে ফিরবেন শান্ত-শরিফুলরা।
তবে সিরিজ না জিতলে কিউইদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। দলের কোচ চান্দিকা হাথুরুসিংহে তাই এই সফরকে সফল হিসেবেই দেখছেন।
আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ডিএলএস মেথডে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ শান্তরা জেতেন পাঁচ উইকেটে, দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহে জানালেন এই সফর নিয়ে নিজের মূল্যায়ন, 'আমরা এর আগে এখানে কেমন করেছি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আগের সফরগুলোর চেয়ে এবার ভালো করতে চেয়েছিলাম। সেদিক থেকে চিন্তা করলে এই সফরকে আমি সফল বলব।'
এই সফরে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নাজমুল হাসান শান্তর প্রশংসা ঝরল হাথুরুসিংহের মুখে, 'শান্ত খুবই ভালো করছে। সে দলের থেকে কী চায় সে ব্যাপারে পরিস্কার ছিল। তার কৌশলগুলো বেশিরভাগ সময়ই সঠিক ছিল।'