অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহফুজুর রহমান রাব্বিই থাকছেন দলের নেতৃত্বে।
কদিন আগেই রাব্বির অধিনায়কত্বে আরব আমিরাতে যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপের সেই দলই যাচ্ছে বিশ্বকাপে। নেই কোনো পরিবর্তন। মূল দলের বাইরে ৫ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
১৪ জানুয়ারি শ্রীলঙ্কা ও ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার যুবাদের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। 'এ' গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকা তিনটি দল হলো যুক্তরাষ্ট্র, ভারত ও আয়ারল্যান্ড।
বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মো. রাফি উজ্জামান, মো. রোহানাত দৌলা, মো. ইকবাল হাসান, ওয়াসি সিদ্দিকি, মারুফ মৃধা।
স্ট্যান্ডবাই: মো. রিজান হোসেন, নাঈম আহমেদ, আশরাফুল হাসান, তানভীর আহমেদ, একান্ত শেখ।