মেয়েদের ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন হিলি
১৯৭৩ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় মেয়েদের ওয়ানডে ক্রিকেট। এরপর এক হাজার ৩৫৯টি ম্যাচ খেলা হয়েছে আজকে পর্যন্ত। কিন্তু অ্যালিসা হিলি যে রেকর্ড গড়েছেন সেটি এর আগে করতে পারেননি কেউই।
মেয়েদের ক্রিকেটে এখন পর্যন্ত কোনো উইকেটরক্ষক ব্যাটসম্যান, যিনি কিনা আবার দলের অধিনায়কও, এমন কারোর সেঞ্চুরি করার রেকর্ড নেই। এমনকি ৮০ রানের ইনিংসও খেলতে পারেননি কেউ। অজি অধিনায়ক অ্যালিসা হিলি সেঞ্চুরি করতে পারেননি, তবে প্রথমবারের মতো পেরিয়েছেন ৮০ রানের গেরো।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও উইকেটরক্ষক হিলি, মেয়েদের ওয়ানডেতে যেটি এখন কোনো অধিনায়ক-উইকেটরক্ষকের সর্বোচ্চ রানের ইনিংস।
৮২ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়া অধিনায়ক হিলি ভেঙেছেন নেদারল্যান্ডসের বাবেত্তে ডি লিডির রেকর্ড। এর আগে বাবেত্তের করা ৭৬ রানের ইনিংসই ছিল সর্বোচ্চ, যা তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২২ সালের আগস্টে করেছিলেন।
অধিনায়ক-উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলার তালিকায় এখন তিন নাম্বারে নেমে গেলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাবেত্তের রেকর্ড ২০২২ সালেই ভাঙার সুযোগ এসেছিল জ্যোতির সামনে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৩ রান করে আউট হয়ে যাওয়ার আর সেটি করতে পারেননি জ্যোতি।