তামিমের দেওয়া ব্যাট দিয়ে বিশ্বকাপে খেলবেন যুবারা
সংযুক্ত আরব আমিরাতে যুব এশিয়া কাপ চলাকালীন সময় অনূর্ধ্ব-১৯ দলের দুই-তিনজন খেলোয়াড় তামিম ইকবালের মাধ্যমে ব্যাট কেনার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে আরও কয়েকজন তামিমের কাছ থেকে ব্যাট নেওয়ার জন্য যোগাযোগ করেন।
সেটি মাথায় রেখেই যুব বিশ্বকাপের দলে থাকা ১৫ ক্রিকেটারের জন্য ব্যাটের ব্যবস্থা করেছেন তামিম। সিএ কোম্পানির ব্যাটগুলো মিরপুর শেরে স্টেডিয়ামে যুবাদের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার।
বিসিবির সঙ্গে যোগাযোগ করে এই ব্যাটগুলোর ব্যবস্থা করেছেন তামিম। তামিম মূলত এ বিষয়ে আলোচনা করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরির সঙ্গে। তাদের ইতিবাচক সাড়া পাওয়ার পর নিজের ব্যাট প্রস্তুতকারী কোম্পানি 'সিএ'কে দায়িত্ব দেন তামিম। ব্যাটগুলো তৈরি করে 'সিএ' কোম্পানি দুবাইতে পাঠালে ব্যক্তিগত কাজে সেখানেই থাকা তামিম সেগুলো নিয়ে আসেন দেশে।
৭ জানুয়ারি বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে ২০ জানুয়ারি ভারতের মুখোমুখি হবে মাহফুজুর রহমান রাব্বির দল।