বিপিএলের টাইটেল স্পন্সর ইস্পাহানি
ফ্র্যাঞ্চাইজিগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রস্তুতির কাজ চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজকদেরও। গতকাল থেকে শুরু হয়েছে টিকেট বিক্রি, নির্দিষ্ট বুথ ও অনলাইনে পাওয়া যাচ্ছে টিকেট। আর একদিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টিতে দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বিপিএল।
টুর্নামেন্ট শুরুর দুদিন আগে জানানো হলো স্পন্সরদের নাম। বিপিএলের দশম আসরের টাইটেল স্পন্সর হয়েছে ইস্পাহানি। পাওয়ার্ড বাই হিসেবে আছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ। এ ছাড়া কো-স্পন্সর হয়েছে ওমেরা এলপি গ্যাস, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ। সহযোগী স্পন্সর হয়েছে কলটেক্স ও বসুন্ধরা চা।
আগামী ১৯ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএল। সাত দলের অংশগ্রহণের এই আসরে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রানার্স-আপ সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স ও দুর্দান্ত ঢাকা।
উদ্বোধনী দিনে বেলা আড়াইটায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় লড়বে সিলেট স্টাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরে এই একদিনই বেলা আড়াইটা ও সাড়ে ৭টায় ম্যাচ শুরু হবে। শুক্রবার প্রথম ম্যাচ শুরু বেলা ২টায়, পরের ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। বাকি দিনগুলোতে প্রথম ম্যাচ দেড়টায়, পরের ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।