গোলবন্যার ম্যাচে আতলেতিকোর কাছে হেরে কোপা দেল রে থেকে রিয়ালের বিদায়
স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের দুঃখ আতলেতিকো ভুলল কোপা দেল রে থেকে নগর প্রতিদ্বন্দ্বীদের বিদায় করে দিয়ে। ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে দিয়েগো সিমিওনের দল ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির দলকে।
এক সপ্তাহ আগে সৌদি আরবের আল-আওয়াল পার্কের সেই ম্যাচেরই পুনঃরাবৃত্তি হলো যেন মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানোতে। স্প্যানিশ সুপার কাপের সেই ম্যাচেও হয়েছিল গোলবন্যা, ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচটিতেও হয়েছে গোলবন্যা, ম্যাচ অতরিক্ত সময়ে গড়িয়েছে। পার্থক্য কেবল জয়ী দলের ক্ষেত্রে, সেদিন রিয়াল জিতলেও এদিন জিতেছে আতলেতিকো।
স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে দুই দলের লড়াই দেখেছিল আট গোল, যেখানে রিয়াল জিতেছিল ৫-৩ গোলের ব্যবধানে। কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে গোল হয়েছে ছয়টি, এবার আতলেতিকো জিতেছে ৪-২ গোলের ব্যবধানে। সেইসঙ্গে তারা উঠে গেছে কোয়ার্টার ফাইনালে, আর রিয়ালের বিদায় ঘন্টা বেজে গেছে শেষ ষোলোতেই।
ছয় গোলের ম্যাচে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট। স্বাগতিক আতলেতিকোকে এগিয়ে দেন স্যামুয়েল লিনো, কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে গোলরক্ষক ওবলাকের আত্মঘাতী গোলে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিমিওনের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে মোরাতা আবারও এগিয়ে দেন লস রোহি ব্লাঙ্কোসদের। ৮২ মিনিটে রিয়ালকে আরেকবার সমতায় ফেরান জোসেলু। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
১০০ মিনিটে গ্রিজমানের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আতলেতিকো, এবার আর সমতা ফেরাতে পারেনি রিয়াল। বরং ১১৯ মিনিট্রে রিকুয়েলমের গোল জয়ের ব্যবধান বাড়ায় আতলেতিকোর। স্প্যানিশ সুপার কাপে হারের মধুর প্রতিশোধ নেওয়া নিশ্চিত হয় আতলেতিকোর।