মারুফের পাঁচ উইকেটে ভারতকে বড় সংগ্রহ গড়তে দিল না বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বির দল টুর্নামেন্টের অন্যতম ফেভারিটদের আটকেছে ২৫১ রানে। জয়ের জন্য ২৫২ রান করতে হবে বাংলাদেশকে।
ভারতকে সামনে পেলেই জ্বলে ওঠেন বাংলাদেশি পেসার মারুফ মৃধা। এশিয়া কাপের সেমি-ফাইনালে চার উইকেট নিয়ে ভারতকে অল্প রানে অলআউট করার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন মারুফ, এবার বিশ্বকাপে একই প্রতিপক্ষের বিপক্ষে নিলেন পাঁচ উইকেট।
এই বাঁহাতি পেসারের ৪৩ রানে পাঁচ উইকেট নেওয়ার সুবাদেই ভারতকে ২৫১ রানে আটকেছে বাংলাদেশ। ভারতীয়দের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন ওপেনার আদর্শ সিং, ৬৪ রান এসেছে অধিনায়ক উদয় সাহারানের ব্যাট থেকে।
৩১ রানে দুই উইকেট হারানোর পর আদর্শ এবং উদয়ের ১১৬ রানের জুটিই ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। একসময় বড় লক্ষ্যের দিকেই এগোচ্ছিল নীল জার্সিধারীরা, আদর্শকে বর্ষণের ক্যাচ বানিয়ে সেই জুটি ভাঙেন রিজওয়ান। বাংলাদেশ অধিনায়ক রাব্বি তুলে নেন ভারত অধিনায়ক উদয়কে। ভারতের বাকি পাঁচ উইকেটই নিয়েছেন মারুফ।
এশিয়া কাপের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষেই ১৮৯ রানের লক্ষ্য পেরিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয় রাব্বির দল, তবে এবারের চ্যালেঞ্জ আরও বড়। আশিকুর রহমান শিবলি-রিজওয়ানদের ব্যাট জ্বলে উঠলেই কেবল আরেকটি জয় সম্ভব।