এসেই রংপুরকে জেতালেন বাবর
বিপিএলের এবারের আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে রংপুর রাইডার্স। মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে চার উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।
বিপিএলে প্রথম ম্যাচে খেলতে নেমেই রংপুরের জয়ের নায়ক বাবর আজম। তার অসাধারণ এক হাফসেঞ্চুরিতে সিলেটের দেওয়া লক্ষ্য ১০ বল হাতে রেখে টপকে গেছে রংপুর।
সিলেটের দেওয়া মাত্র ১২১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পথ হারায় রংপুর। ৩৯ রানেই ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। এরপর দলের হাল ধরের ওপেন করা বাবর ও আফগান বোলার আজমতউল্লাহ ওমারজাই। দুজনে অবিচ্ছিন ৮৬ রানের জুটি গড়েন।
বাবর ৪৯ বলে ছয়টি চারে ৫৬ রান নিয়ে অপরাজিত থাকেন। ৩৫ বলে দুই ছয় ও তিন চারে ৪৭ রান করে বাবরের সঙ্গ দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ওমারজাই। সিলেটের হয়ে ২০ রান দিয়ে তিন উইকেট শিকার করেন দুশমান্থ হেমন্ত।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের ইনিংসেও ধ্বস নামে। ৩৯ রানে পাঁচ উইকেট হারায় মাশরাফির দল। ষষ্ঠ উইকেটে ৬৮ রান যোগ করেন বেনি হাওয়েল ও বেন কাটিং। ৩৬ বলে চার ও এক ছয়ে ৪৩ রান করেন হাওয়েল, ৩১ বলে ৩১ রান করেন বেন কাটিং। সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন রিপন মণ্ডল ও মেহেদি হাসান।