ভারতের ভিসা না পেয়ে দেশে ফিরে গেলেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ স্পিনার
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামার আগে বড় এক ধাক্কা খেল ইংল্যান্ড। ভিসা না পাওয়ায় ইংল্যান্ডে ফিরে যেতে হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা ২০ বছর বয়সী স্পিনার শোয়েব বশিরকে। পাকিস্তানি বংশোদ্ভূত এই অফ স্পিনারকে না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
উচ্চতায় ৬ ফুট ৪ ইঞ্চির বশিরকে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া হায়দ্রাবাদ টেস্টে খেলানোর কথাও ভেবেছিল ইংল্যান্ড। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত এই অফ স্পিনারের ব্রিটিশ পাসপোর্টও তাকে সময়মতো ভিসা এনে দিতে পারল না। আবুধাবিতে অপেক্ষা করার পর দেশে ফিরে গেছেন বশির।
এই ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন বেন স্টোকস। হতাশ ইংলিশ অলরাউন্ডার বলেছেন, 'অধিনায়ক হিসেবে আমার জন্য এটা খুবই হতাশার। ডিসেম্বরের মাঝামাঝিতে আমরা দল ঘোষণা করেছি। আর বশির এখন এখানে আসার ভিসা পাচ্ছে না। তার জন্য আমি আরও বেশি হতাশ। আমরা চাইনি তার ইংল্যান্ড টেস্ট দলে প্রথম সুযোগ পাওয়ার অভিজ্ঞতাটা এমন হোক। তার অনুভূতি আমরা বুঝতে পারছি।'
পাকিস্তানি বংশোদ্ভূত হলেও বশিরের জন্ম ইংল্যান্ডের সারেতে। কিন্তু ব্রিটিশ পাসপোর্টধারী হয়ে ভারতের ভিসা মেলেনি বশিরের জন্য। ভিসা পেতে তাকে এখন আরও অপেক্ষা করতে হবে।
ভারতের পিচ স্পিন সহায়ক হওয়ায় বশিরকে দলে ডেকেছিল ইংল্যান্ড। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টেই ২০ বছর বয়সী স্পিনারকে অভিষিক্ত করার চিন্তাই করেছিল ইংল্যান্ড ম্যানেজমেন্ট।