ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি লাভ করা ক্লাব রিয়াল মাদ্রিদ
ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি লাভ করা ক্লাবের তালিকায় শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ২০২২-২৩ মৌসুমে যে কোনো ক্লাবের চেয়ে বেশি লাভের মুখ দেখেছে স্প্যানিশ জায়ান্টরা।
২০২২-২৩ মৌসুমে ৮৩১ মিলিয়ন ইউরো লাভ করেছে রিয়াল মাদ্রিদ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দশ হাজার কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি লাভ করেছে ৮২৬ মিলিয়ন ইউরো, শীর্ষ পাঁচের অন্য ক্লাবগুলো হলো পিএসজি, বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড।
বিগত কয়েক বছর ধরেই আয় ও লাভ করার দিক থেকে লড়াই চলছে ম্যান সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যে। আয়ের ক্ষেত্রে সিটিকে টেক্কা দিতে পারলেও লাভের বেলায় ইংলিশ ক্লাবটিকে পেছনে ফেলতে পারছিল না স্প্যানিশ জায়ান্টরা। অবশেষে এখানেও সিটিকে হারিয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।
যদিও গত মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে সিটির। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পেপ গার্দিওলার দল, ঐতিহাসিক ট্রেবলও জিতেছে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ বগলদাবা করে। এরপরেও লাভের ক্ষেত্রে রিয়ালের চেয়ে একটু পিছিয়েই গেছে ম্যানচেস্টারের ক্লাবটি।
মূলত নিজেদের স্টেডিয়ামের ধারণক্ষমতার কারণেই সিটির এই পিছিয়ে পড়া, ইতিহাদ স্টেডিয়ামে প্রায় ৫৪ হাজার দর্শক একসাথে খেলা দেখতে পারেন। যেখানে রিয়ালের সান্তিয়াগো বার্নাব্যুতে সংখ্যাটা প্রায় ৯০ হাজারের কাছাকাছি। লাভ করা শীর্ষ ১০ ক্লাবগুলোর মধ্যে ছয়টিই ইংলিশ প্রিমিয়ার লিগের।