সেমি-ফাইনালে সিনারের কাছে হেরে ইতিহাস গড়া হলো না জোকোভিচের
ইতিহাস গড়া হলো না নোভাক জোকোভিচের। অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে ইতালিয়ান তরুণ তারকা ইয়ানিক সিনারের কাছে হেরে বিদায় নিয়েছেন সার্বিয়ান নাম্বার ওয়ান। এই হারে অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের টানা ৩৩ ম্যাচ জয়ের রেকর্ডে ছেদ পড়ল।
এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলে নারী-পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডে মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যেতেন জোকোভিচ। তবে সেটি করতে পারলেন না ২৪ গ্র্যান্ডস্লাম জয়ী সার্বিয়ান তারকা। অপেক্ষার প্রহর ফ্রেঞ্চ ওপেন পর্যন্ত বাড়ল তার।
২২ বছর বয়সী ইতালিয়ান ইয়ানিক সিনারের কাছে প্রথম দুই সেটে হারের পর তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন জোকোভিচ। তবে চতুর্থ সেটেও হেরে যাওয়ায় সেমি-ফাইনাল থেকেই বিদায় ঘটে ৩৬ বছর বয়সী জোকারের। সিনার শেষপর্যন্ত ম্যাচ জিতেছেন ৬-১, ৬-২, ৬-৭, ৬-৩ ব্যবধানে। প্রথম ইতালিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন এই তরুণ।
অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচ সর্বশেষ হেরেছিলেন ২০১৮ সালের ২২ জানুয়ারি—দক্ষিণ কোরিয়ার হেইন চুংয়ের কাছে চতুর্থ রাউন্ডে। এরপর ২১৯৫ দিনের ব্যবধানে টানা ৩৩ ম্যাচ জিতেছেন জোকোভিচ, টেনিসের উন্মুক্ত যুগে যা অস্ট্রেলিয়ান ওপেনে টানা জয়ের যৌথ রেকর্ড।
এবারের ফাইনালে সিনারের প্রতিপক্ষ হবেন মেদভেদেভ-জভেরেভ সেমি-ফাইনাল লড়াইয়ের বিজয়ী। প্রথম ইতালিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন উঁচিয়ে ধরতে পারেন কিনা সিনার, সেটি সময়ই বলে দেবে। তার আগে জোকোভিচকে হারানো উদযাপন করতেই পারেন চতুর্থ বাছাই এই খেলোয়াড়।