আবারও অস্ট্রেলিয়ান ওপেনের রাণী সাবালেঙ্কা
অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের ফাইনালে চীনের ঝেং কিনওয়েনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আরিনা সাবালেঙ্কা। মাত্র ৭৬ মিনিট সময় নিয়েছেন বেলারুশিয়ান নাম্বার টু। গত বছরও অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন সাবালেঙ্কা।
প্রথমবারের মতো ফাইনালে ওঠা চীনের ঝেং কিনওয়েনকে সরাসরি সেটে হারিয়েছেন সাবালেঙ্কা। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে একটি সেটও হারেননি এই বেলারুশিয়ান টেনিস তারকা।
সাবালেঙ্কা ম্যাচটি জিতেছেন ৬-৩,৬-২ গেমে। ২০০০ সালের পর কোনো সেট না হেরে অস্ট্রেলিয়ান ওপেন জেতা পঞ্চম নারী প্রতিযোগী সাবালেঙ্কা। তার আগে এই কৃতিত্ব দেখিয়েছেন অ্যাশলেই বার্টি, সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা ও লিন্ডসে ড্যাভেনপোর্ট।
২৫ বছর বয়সী সাবালেঙ্কা আরেকটি রেকর্ডও গড়েছেন। তিনি জায়গা করে নিয়েছেন তারই স্বদেশি ভিক্টোরিয়া আজারেঙ্কার পাশে। আজারেঙ্কাই সর্বশেষ নারী প্রতিযোগী ছিলেন যিনি টানা দুটি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন।