নেপালকে অল্প রানে গুটিয়ে দিল বাংলাদেশ
যুব বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে মাত্র ১৬৯ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৩৫ রান তুলেছে মাহফুজুর রহমান রাব্বির দল।
সুপার সিক্সে বাংলাদেশের দুই প্রতিপক্ষ নেপাল ও পাকিস্তান। সেমি-ফাইনালে যেতে হলে দুটি ম্যাচই জেতা লাগবে বাংলাদেশের। সেখানে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ভালো অবস্থানে আছে স্টুয়ার্ট ল'র শিষ্যরা।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নেপাল অধিনায়ক দেব খানাল। শুরুতেই ২৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেখান থেকে ৬২ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন দেব খানাল ও বিশাল বিক্রম।
এরপর আবারও পথ হারায় নেপালের ইনিংস। আর কোনো বড় জুটি না হওয়ায় দলের রানও বাড়েনি বেশি। ১৬৯ রানেই অলআউট হয় তারা। ১০০ বল খেলে সর্বোচ্চ ৪৮ রান করেছেন বিশাল বিক্রম।
বাংলাদেশের পক্ষে মাত্র ১৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন পেসার বর্ষণ, তিনটি উইকেট নিয়েছেন পারভেজ রহমান জীবন।