গ্রিনউডকে 'ধর্ষক' বলার অভিযোগে তদন্তের মুখে বেলিংহাম
গেতাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের ম্যাচে তদন্তের মুখে পড়েছেন জুড বেলিংহাম। লস ব্লাঙ্কোসদের এই ইংলিশ তারকার বিরুদ্ধে অভি্যোগ উঠেছে, তিনি গেতাফে ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডকে 'ধর্ষক' বলে সম্বোধন করেছেন। বেলিংহাম ও গ্রিনউড দুজনই ইংল্যান্ড জাতীয় দলে একসাথে খেলেছেন।
গেতাফের বিপক্ষে রিয়ালের ম্যাচের একপর্যায়ে বেলিংহাম ট্যাকল করার চেষ্টা করেন গ্রিনউডকে। সেই মুহূর্তের ঠিক পরের একটি মুহূর্তের এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, বেলিংহাম গ্রিনউডকে উদ্দেশ্য করে কিছু একটা বলেছেন। অনেকেই দাবি করছেন, বেলিংহাম গ্রিনউডকে 'ধর্ষক' বলে সম্বোধন করেছেন।
এই ঘটনায় গেতাফে আনুষ্ঠানিকভাবে লা লিগার কাছে অভিযোগ জানিয়েছে। এই অভিযোগ আমলে নিয়ে স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি তদন্তও শুরু করেছে। লা লিগা কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তের জন্য 'লিপ রিডার' অর্থাৎ যিনি শব্দ ছাড়াই ঠোঁট নাড়ানো দেখে কথা বুঝতে পারেন এমন একজনকে নিয়োগ দিয়েছে।
এক বিবৃতিতে লা লিগা জানিয়েছে, 'গেতাফে নিজেদের অভিযোগটি লা লিগার ম্যাচ পরিচালক এবং লা লিগার কাছে আনুষ্ঠানিকভাবে দিয়েছে। বিষয়টি তদন্তের জন্য একজন লিপ রিডারের মাধ্যমে বিশেষজ্ঞ প্রতিবেদন দেওয়ার অনুরোধ করা হয়েছে।' অভিযোগ প্রমাণিত হলে বেলিংহামকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।
২০২২ সালের জানুয়ারিতে বান্ধবীকে মারা ও ধর্ষণের অভিযোগে আটক হন গ্রিনউড। যদিও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। তবে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড গ্রিনউডের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানায়। এরপর গত গ্রীষ্মের দলবদলের শেষ দিনে ইউনাইটেড থেকে ধারে গেতাফেতে যোগ দেন গ্রিনউড।