মৌসুম শেষে পিএসজি ছাড়ার কথা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন এমবাপ্পে!
অনেক দিন ধরেই কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে। এবার হয়তো সেটিই সত্যি হতে চলেছে। ২৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের চুক্তি শেষ হবে চলতি মৌসুমের পর। তার সম্ভাব্য গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের নাম।
কিলিয়ান এমবাপ্পে পিএসজিকে জানিয়ে দিয়েছেন, এ মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন তিনি। এমনটাই খবর দিয়েছে বিবিসি ও এএফপি। এমবাপ্পের পরবর্তী দল হিসেবে সামনে আসছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের নাম।
তবে এ ধরনের গুঞ্জন এর আগেও বেশ কয়েকবার উঠেছে। এমবাপ্পের প্যারিস ছাড়া নিয়ে কথা উঠেছে প্রতিটি দলবদলের সময়ই। তবে পিএসজিতে তার ভবিষ্যৎ নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
গত মৌসুমেই চুক্তি নবায়নের পর থেকে পিএসজি তাকে বছরে প্রায় ২০০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় দুই হাজার ২০০ কোটি টাকা দিয়ে থাকে। মোনাকো থেকে ধারে ২০১৭ সালে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে।
পরবর্তীতে ফরাসি অধিনায়কের সঙ্গে স্থায়ী চুক্তি করে ক্লাবটি। এ মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। গত মৌসুমেও রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন এমবাপ্পে। তবে পরে পিএসজির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়ান বিশ্বকাপজয়ী এই তারকা।