ডিআরএসেও তাহলে ভুল হয়!
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ডিআরএস নিয়ে কম সমালোচনা হয়নি। এ নিয়ে সরব ছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। জ্যাক ক্রাউলির এলবিডব্লিউ আউটের পরে ডিআরএস নিয়ে বিতর্ক তৈরি হয়। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) প্রায় একই ধরনের বিতর্কের জন্ম নেয়। এই ঘটনায় ভুল স্বীকার করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়েছে হক-আই, দুঃখও প্রকাশ করেছে।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচের পর শাদাব খান অভিযোগ করেন, রিভিউয়ের বল ট্র্যাটিংয়ে ভুল দেখানো হয়েছে। ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক যে ঠিকই বলেছিলেন, তা প্রমাণ হয় পরদিনই। হক-আইয়ের ভুলে বেঁচে যান কোয়েটার অধিনায়ক রাইলি রুশো। আর তার ব্যাটেই জয়ের দেখা পায় কোয়েটা।
টসে হেরে আগে ব্যাটিং করা ইসলামাবাদ ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রান তোলে। জবাবে ১০ বল হাতে রেখে ৩ উইকেটে জেতে কোয়েটা। ৩৮ বলে অপরাজিত ৩৪ রান করে দলকে জেতান রুশো। তবে তিনি ফিরতে পারতেন ব্যক্তিগত ১৩ রানেই। সে সময় এলবিডব্লিউর আদেবনে সাড়া দিয়ে প্রোটিয়া এই ব্যাটসম্যানকে আউট ঘোষণা করেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।
কোয়েটার ইনিংসের ১১তম ওভারে ঘটনাটি ঘটে। আগা সালমানের করা ওভারটির শেষ বলে সুইপ করতে গিয়ে পরাস্থ হন রুশো। বল তার প্যাডে লাগলে আবেদন করে ইসলামাবাদ, আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন আম্পায়ার আলিম দার। রুশো রিভিউ নিলে হক-আইতে দেখা যায়, বল স্টাম্পের লাইনে পড়েনি এবং উইকেটেও লাগবে না।
ইসলামাবাদের ক্রিকেটাররা জায়ান্ট স্ক্রিনে এটা দেখে বিস্ময় প্রকাশ করেন, আলিম দারও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। স্বভাবতই আউটটি নিয়ে বিতর্ক তৈরি হয়। পরের দিনই অবশ্য নিজেদের ভুল মেনে নেয় হক-আই কর্তৃপক্ষ। পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসির ও প্রোডাকশন ডিপার্টমেন্টকে চিঠি দেওয়া হয়।
চিঠিতে লেখা হয়, যে বলটির গতিপথ রিভিউ করতে দেওয়া হয়েছে, ভুলবশত সেটার পরিবর্তে অন্য বলের গতিপথ দেখানো গিয়েছে। অনিচ্ছাকৃত ও মানবিক এই ভুলের জন্য তারা ক্ষমাপ্রার্থী। ক্রিকেট পাকিস্তানের খবরে বলা হয়, হক-আইয়ের ব্যাখাটা এমন, 'যেভাবে প্রক্রিয়া সম্পন্ন করা হয়, সেভাবেই সবকিছু করা হয়েছিল। সম্প্রচারে ভুল ডেটা দেখানোর পর কয়েক সেকেন্ড এটা (সঠিক বল ট্র্যাকিং ডেটা) আমাদের কাছে ছিল।'
এই আউটের সিদ্ধান্ত নিয়ে ম্যাচের পর চরম হতাশা প্রকাশ করেন শাদাব খান। কোনো রাখঢাক না রেখেই এই অলরাউন্ডার বলেন, 'মনে হয় প্রযুক্তিতে ভুল হয়েছে। এখানে ভিন্ন বল দেখানো হয়েছে। এ ধরনের বড় টুর্নামেন্টে এমন ছোট ভুল হওয়া উচিত নয়। আমি লেগ স্পিনার হয়ে ৪ ওভার করেছি, মনে হয় না বল এতো ঘুরছিল। আর তারা দেখিয়েছে, আগার বল অফ স্টাম্পের বাইরে লাগতো এবং ঘুরে বের হয়ে যেতো। আমি তা বিশ্বাস করি না।'