টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুস্তাফিজ
টি-টোয়েন্টি সিরিজে টস ভাগ্য সুপ্রসন্ন হলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই আর সেটি থাকল না। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তের কারণ হিসেবে ভালো উইকেটকে কারণ বলেছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।
বাংলাদেশের একাদশে তিন পেসার থাকলেও নেই মুস্তাফিজুর রহমান। তাসকিন এবং শরিফুলের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে খেলছেন তানজিম হাসান সাকিব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের সবকটি ম্যাচ।
বাংলাদেশ একাদশঃ
নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশঃ
কুশল মেন্ডিস (অধিনায়ক/উইকেটরক্ষক), আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামাবিকরামা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ ঠিকসানা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা।