লিটন বাদ, প্রথমবার ওয়ানডে দলে জাকের
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও সেই ধারায় থাকা হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা টেনেছে লঙ্কানরা। সিরিজের ভাগ্য নির্ধারণ হবে ১৮ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডেতে। এমন সময়ে স্কোয়াডে গুরুত্বপূর্ণ এক পরিবর্তন এনেছে বাংলাদেশ।
তৃতীয় ওয়ানডের জন্য ঘোষণা করা স্কোয়াড থেকে লিটন কুমার দাসকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে ওয়ানডেতে অনভিষিক্ত জাকের আলী অনিককে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লিটনের বাদ পড়ার ব্যাখ্যায় বিসিবির নির্বাচক কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, 'সিরিজটি এখন সমতায় আছে, আমরা বিশ্বাস করি জাকের আলীর সংযোজনে মিডল অর্ডারে আরও বিকল্প এবং সুযোগ তৈরি করবে।'
লিটনের পারফরম্যান্সের কারণেই এমন সিদ্ধান্ত, যা সরাসরিই জানিয়েছেন নির্বাচকরা। নির্বাচক কমিটির প্রধান বলেছেন, 'সাদা বলে সাম্প্রতিক সময়ে লিটনের পারফরম্যান্স বিচারে আমরা এই পরিবর্তনটা করেছি। সেটা স্কোয়াডে অন্য দুজন ওপেনারের কথা মাথায় রেখেই করা হয়েছে।'
গত বছর এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় জাকের আলীর। এরপর থেকে এই ফরম্যাটে ৬টি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৪ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। গেল বিপিএলে কার্যকরী কয়েকটি ইনিংস খেলে নজরে আসেন জাকের। এতে জায়গা মেলে টি-টোয়েন্টি দলে, এবার ডাক পেলেন ওয়ানডেতেও।
ব্যাট হাতে বাজে সময় যাচ্ছে পারফরম্যান্সের কারণে দীর্ঘদিন পর বাদ পড়া লিটনের। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন তিনি, তিন ম্যাচে করেন ৪৩ রান। ওয়ানডেতে আরও দুর্দশা লিটনের ব্যাটিংয়ের, দুই ওয়ানডে খেলে একটি রানও করতে পারেননি তিনি। প্রথম ওয়ানডেত গোল্ডেন ডাক ও দ্বিতীয় ওয়ানডেতে তৃতীয় বলে আউট হয়ে যান লিটন। ওয়ানডেতে সর্বশেষ ১০ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই তার।
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও জাকের আলী অনিক।