বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ৩ মে, পেছালো টেস্ট সিরিজ
আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট খেলার কথা বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজ পূর্ব নির্ধারিত সময়েই হবে, তবে পিছিয়ে গেছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী বছর অনুষ্ঠিত হবে সিরিজটি। আলোচনার ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জিম্বাবুয়ে ক্রিকেট (জেসি)।
টি-টোয়েন্টি সিরিজের সূচি শনিবার প্রকাশ করেছে বিসিবি। পাঁচটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ঢাকা পৌঁছেই চট্টগ্রামে চলে যাবে তারা। সেখানে সিরিজের প্রথম ৩টি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ যথাক্রমে ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে বিকাল ৩টায়।
এরপর দুই দল ঢাকা ফিরবে। ১০ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি-টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরের ম্যাচটি হবে ১২ মে। চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে ৬টায়, সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে সকাল ১০টায়। ১৩ মে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে।
আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় টেস্ট সিরিজ পেছানো নিয়ে আলোচনা ছিল। মূলত বিসিবির চাওয়াতে এমন সিদ্ধান্ত এসেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টেস্ট সিরিজ খেলতে চায়নি তারা। শেষ পর্যন্ত সেটাই হলো। ২০২৫ সালে হবে সিরিজটি, সূচি এখনও চূড়ান্ত হয়নি। ২০১৮ সালের পর প্রথমবারের মতো একের বেশি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এর আগে ২০২০ ও ২০২১ সালে একটি করে টেস্ট খেলে তারা।