হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন মাদুশাঙ্কা
চোটে পড়ে সিরিজ শেষ হয়ে গেছে দিলশান মাদুশাঙ্কার। সিরিজ নির্ধারণী মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল এই বাঁহাতি পেসারকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মাদুশাঙ্কা। ওভারের মাঝপথেই উঠে গেছেন মাঠ ছেড়ে। এরপর সেই ওভারটি শেষ করেন লিয়ানাগে। তখনই বোঝা যাচ্ছিল, চোট গুরুতর হতে পারে।
সেই শঙ্কাই সত্যি হলো। আজ জানা গেছে, এই সফরে আর খেলতে পারবেন না তিনি। দেশে ফিরে যাচ্ছেন এই বাঁহাতি পেসার। মাদুশাঙ্কার এমআরআই রিপোর্ট ভালো আসেনি। শ্রীলঙ্কা ক্রিকেট আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে ফিরে তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪৪ ও ৩০ রান দিয়ে দুটি করে উইকেট নিয়েছিলেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ খেলে কোনো উইকেট পাননি। বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন মাদুশাঙ্কাই।