টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
সিরিজ নির্ধারণী মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচে টস জিতলেও ওয়ানডে সিরিজে সব ম্যাচেই হারলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হতে যাচ্ছে সকাল ১০ টায়।
দুই দলের একাদশেই রয়েছে পরিবর্তন। বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। ওপেনিংয়ে লিটন দাসের জায়গায় খেলছেন এনামুল হক বিজয়।
এছাড়া রিশাদ হোসেন এসেছেন তাইজুল ইসলামের জায়গায়। চোট পেয়ে ছিটকে যাওয়া তানজিম হাসান সাকিবের বদলে খেলছেন মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা দলেও আছে পরিবর্তন ৷ দিলশান মাদুশাঙ্কার জায়গায় খেলছেন মাহিশ ঠিকসানা।
বাংলাদেশ একাদশঃ
নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশঃ
কুশল মেন্ডিস (অধিনায়ক/উইকেটরক্ষক), আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামাবিকরামা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, মাহিশ ঠিকসানা।