ধনঞ্জয়া-মেন্ডিসে দ্বিতীয় সেশন শ্রীলঙ্কার
ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। এই অনিশ্চয়তা সবচেয়ে বেশি টেস্ট ক্রিকেটে। দীর্ঘতম এই ফরম্যাটের ম্যাচে ক্ষণে ক্ষণে রং বদলায়, পাল্টে যায় হিসাব। বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টেই যেমন দৃশ্যপট পাল্টাতে সময় লাগলো না। প্রথম সেশনে দাপুটে সময় কাটানো বাংলাদেশকে পরের সেশনে হতাশ করে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।
সিলেটে আজ শুরু হওয়া টেস্টে খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে প্রথম সেশনটা বাংলাদেশের হয়। ২২ ওভারে ৯২ রান তুলতেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। এই দলটিই পরের সেশনে হয়ে উঠলো দুর্বার। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে পরের সেশনে উইকেটই হারায়নি সফরকারীরা।
ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ১২৫ রান তোলেন তারা। হাফ সেঞ্চুরি পূর্ণ করা লঙ্কান এই দুই ব্যাটসম্যান ইতোমধ্যে ১৬১ রানের জুটি গড়েছেন। ধনঞ্জয়া ১০৯ বলে ৮৪ ও মেন্ডিস ১০৪ বলে ৭৫ রানে ব্যাটিং করছেন।
দাপুটে খালেদে প্রথম সেশন বাংলাদেশের
টস জিতে নাজমুল হোসেন শান্তর বোলিং করার সিদ্ধান্ত ইনিংসের দ্বিতীয় ওভারেই কার্যকর করে তোলেন খালেদ হোসেন। নিজের প্রথম ওভারে নিশান মাদুশকাকে ফিরিয়ে দেন তিনি। ঘরের মাঠে খেলতে নামা বাংলাদেশের ডানহাতি এই পেসার রীতিমতো শাসন শুরু করেন। তার তোপে দিক হারিয়ে ফেলে শ্রীলঙ্কা, পরে তাদের চাপ আরও বাড়ান শরিফুল ইসলাম। দারুণ বোলিংয়ে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে কোণঠাসা হয়ে পড়েছে শ্রীলঙ্কা। প্রথম সেশনের ২২ ওভারে ৯২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা। ৫ উইকেটের ৩টিই গেছে খালেদের ঝুলিতে। শরিফুল একটি ও বাকি উইকেটটি আসে রান আউট থেকে। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ২৪ ও কামিন্দু মেন্ডিস ১১ রানে অপরাজিত আছেন।
ইনিংসের দ্বিতীয় ওভারে খালেদের করা স্টাম্পের বাইরের ডেলিভারিতে ব্যাট চালিয়ে তৃতীয় স্লিপে ধরা পড়েন নিশান মাদুশকা। অসাধারণ ক্যাচে লঙ্কান ওপেনারকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ। এরপর শ্রীলঙ্কার কিছুটা প্রতিরোধ, দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস দলকে কিছুটা পথ এগিয়ে নেন।
১২তম ওভারে গিয়ে আবারও খালেদের তোপ, এবার তার শিকার কুশল মেন্ডিস। বাংলাদেশ পেসারের বেশ বাইরে করা শর্ট ডেলিভারিতে অনেকটা বিনা কারণে ব্যাট চালিয়ে গালিতে জাকির হাসানের হাতে ধরা পড়েন মেন্ডিস, ১৬ রান করে বিদায় নেন তিনি।
এই ওভারে খালেদ আবার আঘাত হানেন, এবার রীতিমতো জাদু দেখান তিনি। স্বপ্নের এক ডেলিভারিতে দিমুথ করুনারত্নেকে বোল্ড করেন লঙ্কানদের কাছে যমদূত হয়ে ওঠা খালেদ। তার করা লেংথ ডেলিভারিটি অফ স্টাম্পের বাইরে বরে অবিশ্বাস্যভাবে ভেতরে ঢুকে যায়, ভেঙে দেয় করুনারত্নের স্টাম্প। ১৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।
চতুর্থ উইকেটটিও আসে খালেদের ওভারে, তবে রান আউট থেকে। দিনেশ চান্দিমালের ডাকে সাড়া দিলেও রান পূর্ণ করতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথুস। শান্তর সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়েন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ১৭তম ওভারে চান্দিমালকে ফিরিয়ে লঙ্কানদের চাপ আরও বাড়ান গতকাল সন্ধ্যায় সিলেট এসে আজ সকালে খেলতে নেমে যাওয়া শরিফুল।