ফের ধনঞ্জয়া-কামিন্দু জুটি, লক্ষ্য বেড়েই চলেছে বাংলাদেশের
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে বিপাকে পড়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের পেস আক্রমণে ৫৭ রানেই ৫ উইকেট হারাতে হয় তাদের। খাদের কিনারে চলে যাওয়া দলকে ঠিক পথে ফেরান দুই সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস, গড়েন ২০২ রানের জুটি। দ্বিতীয় ইনিংসেও একই গল্প লেখার পথে তারা, ইতোমধ্যে ১০০ ছাড়ানো জুটি গড়ে ফেলেছেন তারা।
৯২ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা তৃতীয় দিনের প্রথম সেশন শেষে অনেক এগিয়ে আছে, ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের দখলে। ৬ উইকেটে ২৩৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে সফরকারীরা, ইতোমধ্যে তাদের লিড দাঁড়িয়েছে ৩২৫ রান। ধনঞ্জয়া ৮৫ ও কামিন্দু ৫০ রানে অপরাজিত আছেন।
অথচ দ্বিতীয় ইনিংসেও শ্রীলঙ্কাকে চাপে ফেলে বাংলাদেশ। নাহিদ রানার শুরুতে তাল মিলিয়ে উইকেট তুলে নেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামও। ৬৪ রানেই ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দিমুথ করুনারত্নে ও ধনঞ্জয়ার ৪৯ রানের জুটিতে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১১৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা।
নাইটওয়াচম্যান বিশ্ব ফার্নান্দোর সঙ্গে আগের দিনের শেষ টানেন ধনঞ্জয়া। আজ বেশি সময় টেকেনি এই জুটি। ২৪ বলে ৪ রান করা ফার্নান্দোকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন খালেদ আহমেদ। তার লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ফার্নান্দো। এরপর ধনঞ্জয়ার সঙ্গে যোগ দেন কামিন্দু, কয়েক মুহূর্তেই উইকেটে মানিয়ে নিয়ে দারুণ ব্যাটিং করে যান তিনি।
১২৬ রান থেকে শুরু করা এই জুটি দলকে নিয়ে গেছে ২৩৩ রানে, এখনও হার না মানা তারা। তাদের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ১০৭ রান। ধনঞ্জয়া ৮২ বলে হাফ সেঞ্চুরি করেন। আগের ইনিংসে ১০২ রান করা ডানহাতি এই ব্যাটসম্যানের এটা ১৪তম টেস্ট হাফ সেঞ্চুরি। অধিনায়কের সঙ্গে আবারও জুটি গড়ে তোলা কামিন্দু ৬৯ বলে পঞ্চাশে পৌঁছান, এটা তার দ্বিতীয় টেস্ট হাফ সেঞ্চুরি।