ফের একশ’র আগে অলআউট জ্যোতিরা, এক ম্যাচ আগেই সিরিজ হার
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ, সেটাও ঘরের মাঠে; রোমাঞ্চের শেষ ছিল না বাংলাদেশ জাতীয় দলের নারী ক্রিকেটারদের। কিন্তু কয়েক দিনেই সেই রোমাঞ্চ উধাও তাদের, উল্টো ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে যাওয়ার অস্বস্তিতে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও চরম ব্যাটিং ব্যর্থতায় একশ'র আগে অলআউট হয়ে ম্যাচ হারলো বাংলাদেশ।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারলো ঘরের মাঠের দলটি। তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামী ২৭ মার্চ মিরপুরেই অজিদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার দুর্বার বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে বাংলাদেশ। নিয়মিত ধারায় উইকেটে হারিয়ে ৪৪.১ ওভারে ৯৭ রানে অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ রানের ইনিংস আসে স্পিনার নাহিদা আক্তারের ব্যাট থেকে, দ্বিতীয় সর্বোচ্চ রান মেলে অতিরিক্ত থেকে। আটজন ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। জবাবে এলিস পেরি ও অ্যাশলে গার্ডনারের ব্যাটে ২৩.৫ ওভারেই ৬ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া, তখনও বাকি ছিল ১৫৭ বল।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো ছিল না অজিদের। ১৮ রানে প্রথম উইকেট হারানো দলটি ৬০ রানের মধ্যে আরও ৩টি উইকেট খোয়ায়। যদিও ৪ উইকেট হারানোর চাপ দলকে বুঝতেই দেননি পেরি ও গার্ডনার। পঞ্চম উইকেটে ৩৫ বলে ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তারা। পেরি ৫০ বলে ৩টি চারে ৩৫ ও গার্ডনার ২৩ বলে একটি চারে ২০ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক অ্যালিসা হিলি ১৫ ও তাহলিয়া ম্যাকগ্রা ১০ রান করেন। বাংলাদেশের সুলতানা খাতুন ও রাবেয়া খাতুন একটি করে উইকেট নেন।
এরআগে হতাশার ব্যাটিং করা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন স্পিনার নাহিদা। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে অতিরিক্ত থেকে। নাহিদার আগে ফাহিমা খাতুন ১১ ও রিতু মনি ১০ রান করেন। বাকি ৮ জনের মধ্যে সর্বোচ্চ ৮ রান করেন পেসার মারুফা আক্তার। অবিশ্বাস্য বোলিং করা সোফি মোলিনিয়াক্স ম্যাচসেরার পুরস্কার জেতেন। ১০ ওভারে ৫টি মেডেনসহ মাত্র ১০ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। গার্ডনার, অ্যালানা কিং ও জর্জিয়া ওয়েরহ্যাম ২টি করে উইকেট নেন।