জামিনে মুক্ত হলেন ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত আলভেস
জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া দানি আলভেস। সোমবার বার্সেলোনার এক জেল থেকে ছাড়া পান এই সাবেক ব্রাজিলিয়ান রাইট ব্যাক।
২৩ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ার পর স্প্যানিশ আদালত আলভেসকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেয়। এরপর জামিনের আবেদন করেন এই সাবেক বার্সেলোনা তারকা। তবে জামিনের জন্য প্রয়োজনীয় এক মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ১১ কোটি টাকা জোগাড় করতে না পারায় জামিন পেতে দেরি হচ্ছিল।
অবশেষে সেই টাকা জমা হওয়ায় ছাড়া পেলেন আলভেস। তবে এই জামিনের মেয়াদ কেবলমাত্র আপিলের রায়ের সময় পর্যন্তই। আলভেস আপিল করেছেন সাজা কমানোর, অপরদিকে ভুক্তভোগীর পক্ষ থেকে সাজা সাড়ে চার বছরের জায়গায় নয় বছর করার আপিল করা হয়েছে।
আলভেসের ব্রাজিলিয়ান ও স্প্যানিশ ভিসাও জমা নেওয়া হয়েছে। জামিনে থাকাকালীন বার্সেলোনাতেই অবস্থান করতে হবে আলভেসকে, সেইসঙ্গ ভুক্তভোগীর এক কিলোমিটারের আশেপাশে যাওয়া যাবে না বলেও আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৪০ বছর বয়সী আলভেস ২০২২ সালের ৩১ ডিসেম্বর বার্সেলোনার এক নৈশক্লাবে এক ২৩ বছর বয়সী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই জেলে ছিলেন লিওনেল মেসির সাবেক এই সতীর্থ। বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।