দ্বিতীয় ম্যাচেও উজ্জ্বল মুস্তাফিজ, জিতল চেন্নাই
প্রথম ম্যাচে নিয়েছিলেন চার উইকেট, যেটি তার আইপিএলে করা সেরা বোলিং। দ্বিতীয় ম্যাচে দুই উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান। আর তার দল চেন্নাই তুলে নিল টানা দ্বিতীয় জয়।
চিদাম্বরম স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে হেসেখেলে হারিয়েছে চেন্নাই। প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ গড়ার পর গুজরাটকে অল্প রানেই আটকে দিয়েছে মুস্তাফিজের দল। সেখানে অবদান রেখেছেন বাংলাদেশী বাঁহাতি পেসারও।
আগে ব্যাট করে ২০৬ রানের বিশাল সংগ্রহ গড়ে চেন্নাই। যা তাড়া করতে নেমে মাত্র ১৪৩ রানেই থেমে যায় গুজরাটের ইনিংস। প্রথম দুই ওভারে ২৩ রান দিলেও ডেথ ওভারে দুই ওভার করে মাত্র সাত রান দিয়েছেন মুস্তাফিজ, সেইসঙ্গে তুলে নিয়েছেন রশিদ খান ও রাহুল তেওয়াটিয়ার উইকেট। দুজনকেই রাচিন রবীন্দ্রর ক্যাচ বানিয়েছেন বাঁহাতি এই পেসার।
আইপিএলে এবার প্রথম দুই ম্যাচেই ছয় উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপও এখন তারই দখলে। কতদিন সেটি ধরে রাখতে পারেন মুস্তাফিজ, সেটিই এখন দেখার বিষয়।
চেন্নাইয়ের বড় সংগ্রহের পেছনে সবচেয়ে বেশি অবদান শিভাম দুবের। এই বাঁহাতি ব্যাটসম্যান মাত্র ২৩ বলে দুই চার ও পাঁচ ছয়ে করেছেন ৫১ রান। রাচিন রবীন্দ্রও ছিলেন মারমুখী। মাত্র ২০ বলে ছয় চার ও তিন ছয়ে ৪৬ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। আরেক ওপেনার ও অধিনায়ক রুতুরাজ ৩৬ বলে ৪৬ রান করেছেন।