‘আমি মিথ্যা সহ্য করব না’- সাংবাদিকের বিরুদ্ধে মামলার পর জাভি
চলতি মৌসুম শেষে বার্সেলোনার কোচের দায়িত্ব ছাড়ছেন জাভি হার্নান্দেজ। এটি অবশ্য অনেক আগেই জানিয়েছেন তিনি। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন ওঠে, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঠুকেছেন এই কিংবদন্তি।
এবার নিজেই দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার কথা স্বীকার করেছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। সেই সঙ্গে জাভি স্পষ্ট করে বলে দিয়েছেন, কোনো ধরনের মিথ্যা সহ্য করবেন না তিনি। যে দুজন সাংবাদিকের বিরুদ্ধে জাভি মামলা করেছেন, তারা হলেন হাভিয়ের মিগুয়েল ও ম্যানুয়েল জাবোইস।
সম্প্রতি প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ দুজনের বিরুদ্ধে মামলাটি করেছেন বার্সেলোনা কোচ। সম্প্রতি মিগুয়েল নামের এক সাংবাদিক স্প্যানিশ গণমাধ্যমে দাবি করেন, জাভি তার কোচিং স্টাফদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। মিগুয়েল আরও বলেন, বার্সা কোচ নাকি স্টাফদের নিজেদের ফোন টেবিলের ওপর রাখতে বলেছিলেন, যেন কেউ তথ্য ফাঁস করেছে কিনা সেটি জানা যায়। তবে এই ঘটনার সত্যতা অস্বীকার করেছেন জাভি।
অপরদিকে এল পাইসের সাংবাদিক জাবোইস 'এল লারগুয়েরো' অনুষ্ঠানে দাবি করেছেন, জাভি প্রকাশিত সেই সংবাদ নিয়ে অভিযোগ জানিয়ে তাকে কিছু ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন। এই ঘটনার কথাও অস্বীকার করেছেন জাভি। এরপরই মামলা করেছেন সেই দুই সাংবাদিকের বিরুদ্ধে।
সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়ে জাভি বলেছেন, 'এমনটা আমার সঙ্গে এর আগে কখনোই হয়নি। আমি সমালোচনা কোনটা বুঝি, তবে সবকিছুর একটা সীমা আছে। আমি মিথ্যা এবং মনগড়া পরিস্থিতি তৈরি করা সহ্য করব না। এটা অনেক বড় মিথ্যা।'