হলান্ডকে দ্বিতীয় স্তরের ফুটবলার বললেন সাবেক ইউনাইটেড কিংবদন্তি
গত মৌসুমে ম্যানচেস্টার সিটিতে এসেই প্রিমিয়ার লিগে একের পর এক রেকর্ড ভেঙেছেন আর্লিং হলান্ড। ক্লাবকে জিতিয়েছেন তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। সঙ্গে ছিল প্রিমিয়ার লিগ আর এফএ কাপের ট্রফিও। সবমিলিয়ে ঐতিহাসিক ট্রেবল জেতে সিটি।
সেই ট্রেবল জয়ে সামনে থেকেই পথ দেখিয়েছেন হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৫৩ ম্যাচে ৫২ গোল। এই মৌসুমেও ২৯ গোল করে ফেলেছেন এই নরওয়েজিয়ান তারকা। এরপরও তাকে শুনতে হলো, তিনি দ্বিতীয় স্তরের খেলোয়াড়দের মানের!
এমন মন্তব্য করেছেন রয় কিন। ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক সাফল্যের কারিগর এই আইরিশ কিংবদন্তি। গতকাল প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে সিটি। সেই ম্যাচে হলান্ডের খেলা দেখে বিরক্ত হয়েই ওমন কথা বলেছেন কিন।
হলান্ডকে দ্বিতীয় স্তরের ফুটবলারদের সঙ্গে তুলনা করে কিন বলেছেন, 'তাকে নিজের খেলার উন্নতি করতে হবে। সে অনেকটা দ্বিতীয় স্তরে খেলা খেলোয়াড়ের মতো। তাকে আমি এভাবেই দেখি। মাঠের সাধারণ খেলায় তাকে উন্নতি করতে হবে এবং এটা কয়েক বছরের মধ্যে হতে হবে।'
তবে এই নরওয়েজিয়ানের গোল করার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই কিনের, 'গোল করার ক্ষেত্রে সে বিশ্বসেরা। সে অসাধারণ একজন স্ট্রাইকার। কিন্তু তাকে তার সামগ্রিক খেলায় আরও উন্নতি করতে হবে।'
উল্লেখ্য, প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শীর্ষ চারে থাকা তিন দলের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে হলান্ড গোল করেছেন মাত্র একটি। এমন পারফরম্যান্সের পর এখন বেশ সমালোচনার মুখে আছেন তিনি। প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে হলান্ডের দল সিটিও।