রনির সাত উইকেট, ৪০ রানেই অলআউট গাজী টায়ার্স
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে আজ মোহামেডানের সঙ্গে মাত্র ৪০ রানে অলআউট হয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। মোহামেডানের বাঁহাতি পেসার আবু হায়দার রনি একাই নিয়েছেন সাত উইকেট।
বাংলাদেশের ঘরোয়া 'লিস্ট এ' ক্রিকেটে এটি তৃতীয় সর্বনিম্ন স্কোর। ২০০২ সালে জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ৩০ রানে অলআউট হয়েছিল চট্টগ্রাম। দেশের লিস্ট 'এ' ক্রিকেটে এটি কোনো দলের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। মাত্র ১২ ওভার টিকেছে গাজীর ইনিংস, এই সংস্করণে ওভারের হিসাবে এটিই সংক্ষিপ্ততম।
গাজী টায়ার্সের অস্বস্তির রেকর্ডে ঠাঁই পাওয়ার দিনে নিজেও রেকর্ড গড়েছেন আবু হায়দার। লিস্ট 'এ' ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তিনি। ২০ রানে সাত উইকেট নিয়ে আগের সেরা ৩৫ রানে ছয় উইকেটকে পেছনে ফেলেছেন এই বাঁহাতি পেসার।
আবু হায়দার রনির ক্যারিয়ার সেরা বোলিং ডিপিএলের ইতিহাসে তৃতীয় সেরা। ১৭ রানে সাত উইকেট নিয়ে দুইয়ে আছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ২০০৪ সালে জিম্বাবুয়ে 'এ' দলের বিপক্ষে এমন বিধ্বংসী বোলিং করেছিলেন বর্তমানে জাতীয় দলের নির্বাচক রাজ্জাক। বাংলাদেশের হয়ে লিস্ট 'এ' ক্রিকেটে সেরা বোলিং ফিগার ইয়াসিন আরাফাতের। ২০১৭-১৮ মৌসুমে আবাহনীর বিপক্ষে ৪০ রানে আট উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপের পেসার।
রনির সাত উইকেট ছাড়া মোহামেডানের হয়ে বাকি তিন উইকেট শিকার করেছেন স্পিনার নাসুম আহমেদ। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৬.২ ওভারে মাত্র এক উইকেট হারিয়েই ম্যাচ জিতে যায় মোহামেডান। সব মিলিয়ে ১০০ ওভারের ম্যাচ শেষ হয়েছে ১৮.২ ওভারেই।