চেন্নাইয়ে ফিরছেন মুস্তাফিজ, খেলতে পারেন পরের ম্যাচেই
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা সংক্রান্ত কাজে আইপিএলের মাঝপথে দেশে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। কাজ শেষে আজ সন্ধ্যায় চেন্নাইয়ে ফিরে গেছেন এই বাঁহাতি পেসার। যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার কাজে এই কদিন মুস্তাফিজের পাসপোর্ট আটকে ছিল।
নিজের পাসপোর্ট ফিরে পেয়েই চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন মুস্তাফিজ। আজ সন্ধ্যা ছয়টার ফ্লাইটে নিজের আইপিএল দলে যোগ দিতে ভারতে উড়াল দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
এবারের আইপিএলে শুরু থেকেই চেন্নাইয়ের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছেন মুস্তাফিজ। প্রথম তিন ম্যাচেই সাত উইকেট নিয়ে পার্পল ক্যাপধারীও হয়েছিলেন। শেষ ম্যাচ না খেলায় অবশ্য এখন সেটি তার কাছে নেই।
চেন্নাইও মুস্তাফিজকে ছাড়া খেলতে নেমে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। দলটির পরবর্তী ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগামীকাল। সেই ম্যাচে মুস্তাফিজকে পেতে চাইবে চেন্নাই।