বুন্দেসলিগাঃ আজই চ্যাম্পিয়ন হতে পারে লেভারকুসেন
বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের রাজত্ব যে অবশেষে ভাঙতে চলেছে, সেটির আঁচ পাওয়া গেছিল অনেক আগেই। গত কয়েক সপ্তাহে তো মোটামুটি নিশ্চিতই হয়ে গেছে যে বাভারিয়ানরা জার্মানির রাজা এবার আর হতে পারছে না। সেটি আনুষ্ঠানিকভাবে আজ লেভারকুসেনের হয়ে যেতে পারে।
যদিও আজ মাঠে নামছে না লেভারকুসেন। কিন্তু দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্ট খেলবে আজ। এই দুই দলই যদি ঘরের মাঠে হেরে যায় তাহলে আগামীকাল চ্যাম্পিয়ন হিসেবেই খেলতে নামবে জাবি আলন্সোর দল। আর নাহলেও আগামীকাল নিজেদের ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে বায়ার লেভারকুসেন।
২০১১-১২ মৌসুমে সর্বশেষ বায়ার্ন ব্যতীত অন্য কোনো দল জিতেছিল বুন্দেসলিগার শিরোপা। বরুশিয়া ডর্ট্মুন্ডকে পরপর দুবার শিরোপা জিতিয়েছিলেন জুর্গেন ক্লপ। এরপরের ১১ বছর কেবলই বায়ার্নের একচ্ছত্র আধিপত্য। এই মৌসুমে যা অবিশ্বাস্যভাবেই ভেঙে দিচ্ছে লেভারকুসেন। জাবি আলন্সোর দল যে কেবল চ্যাম্পিয়নই হবে তা নয়, এখন পর্যন্ত লিগে কোনো ম্যাচই হারেনি তারা। এই সপ্তাহেই লিগ জিতলে পাঁচ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হবে দলটি।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪২ ম্যাচে অপরাজিত লেভারকুসেন। ইউরোপের শীর্ষ ১০ লিগে এই শতাব্দীতে টানা এর চেয়ে বেশি ম্যাচ অপরাজিত ছিল শুধু জুভেন্টাস। ২০১১-১২ মৌসুমে টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল তুরিনের বুড়িরা। সেবার অপরাজিত থেকে লিগ জিতেছিল ক্লাবটি। আগামীকাল ব্রেমেনের বিপক্ষে হার এড়ালে জুভেন্টাসকে ছুঁয়ে ফেলবে লেভারকুসেন।
লিগে চলতি মৌসুমে ২৮ ম্যাচ খেলে ২৪ জয় ও চার ড্রয়ে ৭৬ পয়েন্ট পেয়েছে লেভারকুসেন। গোল করেছে ৬৯টি, খেয়েছে মাত্র ১৯টি। জাবির দল যদি নিজেদের বাকি ছয় ম্যাচই জেতে তাহলে বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়ার নতুন রেকর্ডও গড়বে তারা।