হেড-ক্লাসেন তাণ্ডবে নিজেদের রেকর্ড ভাঙল হায়দরাবাদ
নিজেদের গড়া রেকর্ডই টিকতে দিল না সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড নতুন করে লিখেছে প্যাট কামিন্সের দল। কয়েক ম্যাচ আগেই নিজেদেরই করা ২৭৭ রানের সংগ্রহ টপকে এবার ২৮৭ রান তুলেছে হায়দরাবাদ।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক দলের বোলারদের কচুকাটা করেছেন হায়দরাবাদের ব্যাটসম্যানরা। সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছেন ওপেনার ট্রাভিস হেড। এই বাঁহাতি অস্ট্রেলিয়ান মাত্র ৩৯ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি।
হেড আউট হয়েছেন ৪১ বলে ১০২ রান করে, নয়টি চার ও আটটি ছয় মেরেছেন এই ইনিংসে। এরপর হেনরিখ ক্লাসেনের ঝড়ো হাফ সেঞ্চুরি রানের গতি বাড়িয়েছে হায়দরাবাদের। দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটসম্যানে ব্যাট থেকে এসেছে ৩১ বলে দুই চার ও সাত ছয়ে ৬৭ রান।
শেষদিকে আবদুল সামাদের ১০ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৩৭ ও এইডেন মার্করামের ১৭ বলে ৩২ রানের ইনিংস হায়দরাবাদকে নিজেদের রেকর্ড নতুন করে লিখতে সাহায্য করেছে। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। আইপিএলের ১৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
বেঙ্গালুরুর বোলারদের মধ্যে ৬০ এর অধিক রান দিয়েছেন দুজন, ৫০ এর বেশি দিয়েছেন দুজন। ৬৮ ও ৬৪ রান দিয়েছেন যথাক্রমে রিজ টপলি ও বিজয়কুমার, ৫২ ও ৫১ রান দিয়েছেন যথাক্রমে লকি ফার্গুসন ও যশ দয়াল।
চলতি আইপিএলে ছয় ম্যাচে মাত্র একটি জয় পাওয়া বেঙ্গালুরুকে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে এই লক্ষ্য টপকাতে হলে।