দায়িত্ব নিয়ে মুশতাক বললেন, ‘বাংলাদেশ যে কাউকে হারাতে পারে’
রঙ্গনা হেরাথের কাজে খুশিই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাকে থাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু বিসিবির প্রস্তাব মনপুত না হওয়ায় থাকেননি লঙ্কান সাবেক এই বাঁহাতি স্পিনার। এরপর থেকে স্পিন বোলিং কোচ ছাড়াই খেলছে বাংলাদেশ। কয়েক মাস পরে দেওয়া হলো নিয়োগ, পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদকে করা হয়েছে বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি। পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটারের সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন মুশতাক। এই মাসের শেষ দিকে শুরু হবে ক্যাম্প, সিরিজ শুরু ৩ মে।
বাংলাদেশের স্পিন বিভাগের দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, 'স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য বড় সম্মানের। দায়িত্বটি নিতে মুখিয়ে আছি আমি এবং নিচের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে চাই ক্রিকেটারদের সঙ্গে, কারণ ওদেরকে খুব সহজেই কোচিং করানো যায় এবং সব সময়ই বিশ্বাস করেছি, ওরা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দলগুলির একটি।'
বাংলাদেশ যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে জানিয়ে মুশতাক আরও বলেন, 'ওরা যেকোনো দলকে হারিয়ে দিতে পারে। কারণ সেই সামর্থ্য, রসদ ও প্রতিভা ওদের আছে। এই বিশ্বাসটা ওদের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করব আমি। এই দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।'
পাকিস্তানের হয়ে ৫২ টেস্ট খেলা মুশতাকের শিকার ১৮৫ উইকেট। ১৪৪ ওয়ানডেতে তার উইকেট ১৬১টি। আরও ঝলমলে হতে পারতো তার ক্যারিয়ার, কিন্তু চোটের কারণে তা হয়নি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লেখানো মুশতাক ২০০৮ সালে ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হন, দায়িত্ব পালন করেন ৬ বছর। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও নিজ দেশ পাকিস্তানের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেন। এ ছাড়া পাকিস্তানের বোলিং পরামর্শকও ছিলেন তিনি।