১৮ মাস পর ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজই বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ইতোমধ্যে তারা প্রথম তিন ম্যাচের ভেন্যু চট্টগ্রামের পথে। এই তিন ম্যাচের জন্য রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দল থেকে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে।
মুস্তাফিজুর রহমানকে ১ মে পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। আইপিএলে লম্বা সময় কাটিয়ে দেশে ফেরার পরই তাকে দিয়ে খেলার পরিকল্পনা নেই বিসিবির। এ কারণে বাঁহাতি এই পেসারকে দলে নেওয়া হয়নি। সাকিব আল হাসান থাকবেন না, তা আগেই জানানো হয়েছিল। ইনজুরির কারণে বিবেচনা করা হয়নি সৌম্য সরকারকে। এ ছাড়া বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাঈম শেখ ও তাইজুল ইসলাম।
ফিরেছেন পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, তানভীর ইসলাম ও এই দলের একমাত্র অনভিষিক্ত তানজিদ হাসান তামিম। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন দীর্ঘ ১৮ মাস পরে ফিরলেন। সর্বশেষ তিনি ২০২২ সালে অক্টোবরে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেন। আফিফও ফিরলেন বেশ কিছু দিন পর। গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের পর দেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি তিনি।
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম তিন টি-টোয়েন্টি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩, ৫ ও ৭ মে অনুষ্ঠিত হবে। শেষ দুই ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে। এই সিরিজ শেষে মে মাসের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
প্রথম তিন টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ সাইফউদ্দিন।