ঘরের মাঠে বিশ্বকাপ বলে ‘টেনশনে’ বাংলাদেশ অধিনায়ক
আয়োজক দেশ হলে সুবিধা থাকে, আবার থাকে প্রত্যাশার চাপও। সেই চাপ যেন একটু আগে থেকেই বুঝতে পারছেন নিগার সুলতানা জ্যোতি। ঘরের মাঠে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ মাস বাকি থাকলেও এখনই চাপের কথা বাংলাদেশ অধিনায়কের মুখে। যে চাপে ইতোমধ্যে চিন্তিত উইকেটরক্ষক এই ব্যাটার।
রোববার ঢাকার একটি হোটেলে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করে আইসিসি। ১০ দলের টুর্নামেন্টটি ৩ অক্টোবর শুরু হবে, ফাইনাল হবে ২০ অক্টোবর। বিশ্বকাপে মোট ২৩টি ম্যাচ মিরপুর ও সিলেটে অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গে 'বি' গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের সব ম্যাচ মিরপুরে খেলবে স্বাগতিকরা।
সূচি ঘোষণার পর নিজেদের দল, ঘরের মাঠের সুবিধা, প্রত্যাশা নিয়ে কথা বলেন জ্যোতি। নিজ দেশে বিশ্বকাপ খেলার স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, 'এখনও কিন্তু নিশ্চিত না... যেহেতু ৫টা মাস এখনও বাকি। আমি নিজেও জানি না খেলতে পারব কিনা। যদি আমি সুস্থ থাকি, আল্লাহ্ রহমত করেন, কোনো সমস্যা যদি না থাকে, তাহলে হয়তো খেলব।'
'আমি যেটা বলতে চাই, প্রত্যেকটা ক্রিকেটারের একটা স্বপ্ন থাকে নিজ দেশে বিশ্বকাপ খেলার। সবাই খেলে কিন্তু, খুবই কমসংখ্যক ক্রিকেটার (নিজ দেশে বিশ্বকাপ) খেলতে পারে। আমি বলব যে, এখন যারা দলে আছি কম-বেশি, এখান থেকেই হয়তো সবাই (বিশ্বকাপে) খেলবে। তারা অনেক বেশি সৌভাগ্যবান যে, বাংলাদেশের মাটিতে একটা বড় টুর্নামেন্টে নিজ দেশের প্রতিনিধিত্ব করবে।' যোগ করেন তিনি।
নিজ দেশে বিশ্বকাপ খেলার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে জ্যোতিকে। সঙ্গে আছে ভালো খেলার প্রত্যাশার চাপও। এটা নিয়েই চিন্তা বাংলাদেশ অধিনায়কের, 'রোমাঞ্চের চেয়ে আমি বলব যে, একটা টেনশনও কাজ করছে। কারণ ঘরের মাঠের দর্শক থাকবে। সবাই চাইবে আমরা যেন ভালো করি। আর আমরা এখন একটু কঠিন সময় পার করছি। তাই অনেক সংশয়-সন্দেহ আসতে পারে।'
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ফরম্যাটে সব ম্যাচ হেরেছে বাংলাদেশ, ভারতের বিপক্ষেও কঠিন সময় যাচ্ছে। জ্যোতি অবশ্য খেই হারাচ্ছেন না, 'এরপরও অবশ্য বলব যে, এই দলটা অনেক প্রস্তুতি নিচ্ছে। আমাদের হাতে যে সময়টা আছে, আমরা যদি প্রস্তুতি নিতে পারি, আরেকটু ভালো পারফরম্যান্স করতে পারি বলে আমার মনে হয়।'
২০১৪ সাল থেকে ৫টি বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ ২১ ম্যাচে ২টিতে জিতেছে। দুটি জয়ই আসে ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে। এরপর থেকে বিশ্বকাপে জয়হীন বাংলাদেশ। জ্যোতির প্রথম চাওয়া হারের বৃত্ত ভাঙা, রাঙাতে চান ঘরের মাঠের বিশ্বকাপও, 'আমরা যে বিশ্বকাপগুলো খেলেছি, ২০১৪ ছাড়া কোনো ম্যাচ জিততে পারিনি। তাই আমাদের মনোযোগ প্রথমেই থাকবে, আমরা যেন ম্যাচ জিততে পারি। সবাই যদি আমরা সেরাটা দিতে পারি, বাংলাদেশে বিশ্বকাপটা আমরা রঙিন করে রাখতে পারব।'