‘ব্যালন ডি'অর জেতার খুব কাছে ভিনিসিয়ুস’
সর্বশেষ কোনো ব্রাজিলিয়ানের ব্যালন ডি'অর জেতার ঘটনা ঘটেছে ২০০৭ সালে। কিংবদন্তি মিডফিল্ডার কাকা জিতেছিলেন সেবার। এরপর ব্রাজিলের অনেক প্রতিভাবান ফুটবলার আসলেও, ব্যালন ডি'অর ছুঁতে পারেননি কেউ।
মেসি-রোনালদো পরবর্তী যুগে নেইমারকে ভাবা হয়েছিল ফুটবলের সবচেয়ে বড় প্রতিভা হিসেবে। নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন ব্রাজিলের সর্বোচ্চ এই গোলদাতা। জেতেননি কোনো ব্যালন ডি'অর। কিন্তু নেইমার না পারলেও ব্রাজিলের কোনো ফুটবলারের ব্যালন ডি'অর না জেতার ক্ষরা ঘোচাতে পারেন ভিনিসিয়ুস জুনিয়র।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন ভিনিসিয়ুস। ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ইতোমধ্যে জিতেছেন লা লিগা, সেখানে করেছেন ১৩ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছে রিয়াল। সেখানে নিজেদের ১৫তম শিরোপা জয়ের লড়াইয়ে নামবে তারা।
চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি করে গোল করেছেন ও করিয়েছেন ভিনিসিয়ুস। এই শিরোপা জিতলে সামনে কোপা আমেরিকাও আছে ব্রাজিলের হয়ে। সব মিলিয়ে ভিনিসিয়ুসের ব্যালন ডি'অর জেতার ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।
এই ইতালিয়ান কোচ মন্তব্য করেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতলে এবং কোপা আমেরিকায় ভালো পারফরম্যান্স করলে ভিনিসিয়ুস এগিয়ে যাবেন ব্যালন ডি'অর জেতার পথে, 'আমার মনে হয় সে খুব কাছাকাছি আছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আর কোপা আমেরিকায় ইতিবাচক ফলাফল হলে সে এবারই জিততে পারে।'
রিয়াল মাদ্রিদে দ্বিতীয়বার ফিরে আসার আগে ভিনিসিয়ুসকে টিভিতে দেখার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন আনচেলত্তি, 'আমি রিয়ালে আসার আগে ভিনিসিয়ুসকে টিভিতে দেখেছি। তখনই ভেবেছি যে সে দুর্দান্ত এক খেলোয়াড়। রিয়ালে আসার পর সেটা আরও স্পষ্ট হয়েছে।'