বাংলাদেশের ব্যাটিং নিয়ে বিচলিত নন শান্ত
জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তবে মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরে যায় আট উইকেটের ব্যবধানে। ম্যাচ হারের পর কৃতিত্ব জিম্বাবুয়েকে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। তবে সিরিজের স্কোরলাইন মাঠের খেলার চিত্র পুরোপুরি তুলে ধরতে পারছে না।
বাংলাদেশের এই জয়গুলো এসেছে অনেক কষ্টে। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি বাংলাদেশ জিতেছে যথাক্রমে ৯ ও ৫ রানে। যেখানে গত পরশু মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে ৪২ রানের মধ্যে নিজেদের ১০ উইকেটই হারিয়েছে স্বাগতিকরা। একই মাঠে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে ১৫ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে ৩ উইকেট।
তবে সতীর্থদের এবং নিজের ব্যাটিং নিয়ে বাংলাদেশ অধিনায়ক শান্ত খুব একটা বিচলিত বলে মনে হলো না, 'ব্যাটসম্যানরা পুরো সিরিজেই চেষ্টা করেছে ভালো করার এবং উইকেটটা অ্যাসেস করে চেষ্টা করেছে ব্যাটিং করার। আমার পারফরম্যান্স নিয়ে যেটা বলেন যে এক্সপেকটেশন অনুযায়ী এই সিরিজটা হয়নি। বাট আমি আমার যে প্রসেস বা আমি আমার ব্যাটিং নিয়ে আমার স্কিল কিভাবে ডেভেলপ করতে পারি এইগুলো নিয়ে কাজ করছি। এবং প্রত্যেকটা সিরিজ যে একটা ব্যাটসম্যানের ভালো যাবে এই রকম কোনো কিছু না।'
বর্তমান সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে রানের বন্যা বয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশের এমন গড়পড়তা ব্যাটিং কিংবা দলীয় সংগ্রহকেও শান্ত খুব একটা খারাপ মনে করছেন না। বিশেষ করে আইপিএলে প্রায় নিয়মিতই দেখা মিলছে ২৪০ এর বেশি দলীয় সংগ্রহ। এ ব্যাপারে শান্তর মতামত, 'আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মেলানোই যাবে না। আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএলেও এরকম রান হয়েছে, ২০০ প্লাস, আড়াইশ রানও হয়েছে । কিন্তু আন্তর্জাতিকে আমি যতটুকু জানি ১৬০ থেকে ১৭৫-১৮০, ২০০ রান যদি কোনো দল করে এটা খুব ভালো স্কোর।'