আইসিসির মাস সেরা হয়ে ওয়াসিমের ইতিহাস
ইতিহাস গড়লেন মুহাম্মদ ওয়াসিম। সংযুক্ত আরব আমিরাতের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা নির্বাচিত হয়েছেন তিনি।
এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ওয়াসিম। তার আগে সংযুক্ত আরব আমিরাতের কোনো ক্রিকেটার আইসিসির মাস সেরা হতে পারেননি।
এপ্রিলের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ওয়াসিমের দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তানের শাহিন আফ্রিদি ও নামিবিয়ার গেরহার্ড এরাসমাস। দুজনকে পেছনে ফেলে ওয়াসিমের হাতেই উঠেছে পুরস্কার।
প্রথমবার আইসিসির মাস সেরা হয়ে আরব আমিরাত অধিনায়ক বলেছেন, 'আইসিসির মাস সেরার পুরস্কার জেতা অত্যন্ত সম্মানজনক। সারা বিশ্ব থেকে পুরস্কার জেতাদের এই বিশিষ্ট তালিকায় যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত।'
২০২১ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে আরব আমিরাতের টপ অর্ডারের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হয়ে উঠেছেন ওয়াসিম। গত এপ্রিলে ওমানকে হারিয়ে দলকে এসিসি প্রিমিয়ার কাপ জয়ে দারুণ ভূমিকা রেখেছেন তিনি।
টুর্নামেন্টে ছয় ইনিংসে করেছেন ২৬৯ রান। ফাইনালে সেঞ্চুরি করে হয়েছেন ম্যাচসেরা, টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন ওয়াসিম।