ব্যাটিং ব্যর্থতার পেছনে উইকেটের ভূমিকা দেখছেন শান্ত
যুক্তরাষ্ট্রের কাছেও হারল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নাজমুল হাসান শান্তর দল হেরেছে পাঁচ উইকেটের ব্যবধানে। বাংলাদেশকে হারিয়ে ইতিহাসই গড়েছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো টেস্ট খেলা দলকে হারিয়েছে তারা। প্রথম দল আয়ারল্যান্ড হলেও বাংলাদেশের বিপক্ষে জেতাই বেশি মনে রাখবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ও সমর্থকরা।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের এদিনও ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়েনি। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে বড় কোনো দলীয় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় নাজমুল হাসান শান্তর দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস হেরে আগে ব্যাট করে মাত্র ১৫৩ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। টপ অর্ডার আবারও ভালো শুরু এনে দিতে পারেনি।
বাংলাদেশের সংগ্রহ যা হয়েছে সেটিও তাওহিদ হৃদয় আর মাহমুদউল্লাহ রিয়াদের কল্যাণে। বাকি ব্যাটসম্যানরা কেউই সাবলীল ছিলেন না। অধিনায়ক নাজমুল হাসান শান্তর বাজে ফর্ম অব্যাহত রয়েছে।
এমন হারের পেছনে দলের ব্যাটিংয়ের দায়ই দেখছেন অনেকে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তও একমত এই ব্যাপারে, 'আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা প্রথম দুই ওভারে ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝে উইকেট হারিয়েছি। আমরা আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত।'
একের পর এক ব্যাটিং ব্যর্থতার পেছনে উইকেটেরও ভূমিকা আছে বলে দাবি করলেন বাংলাদেশ অধিনায়ক, 'আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে।'
যুক্তরাষ্ট্রের বিপক্ষে পেসারদের ডেথ ওভারের বোলিং আশানুরূপ হয়নি। এটিকেও হারের আরেকটি কারণ হিসেবে উল্লেখ করেছেন শান্ত, 'সব স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করেনি। আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে।'