প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ হারল বাংলাদেশ
আবারও ব্যর্থ বাংলাদেশ দলের ব্যাটিং। আবারও যুক্তরাষ্ট্রের কাছে হার। একদিনের ব্যবধানে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে বসেছে।
টানা দুই হারে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে ১০০ তম হারের রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ দল। ১৬৮টি ম্যাচ খেলে এই ১০০ হার এসেছে বাংলাদেশের।
মোট ম্যাচের ৫৯.৫২ শতাংশই হেরেছে বাংলাদেশ। কমপক্ষে ১০০ ম্যাচ খেলা দলগুলোর মধ্যে যেটি দ্বিতীয় সর্বোচ্চ। সবার ওপরে জিম্বাবুয়ে, নিজেদের মোট ম্যাচের ৬৫.৫১ শতাংশ ম্যাচ হেরেছে কদিন আগেই বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হারা দলটি।
হারের সংখ্যায় বাংলাদেশের ঠিক পেছনেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই পর্যন্ত ৯৯টি ম্যাচ হেরেছে তারা। ক্যারিবিয়ানরা অবশ্য বাংলাদেশের চেয়ে ম্যাচ বেশি খেলেছে ২৫টি।