জাভিকে বরখাস্ত করল বার্সেলোনা, হানসি ফ্লিকের দায়িত্ব নেওয়ার গুঞ্জন
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। লা লিগায় চলতি মৌসুমের শেষ ম্যাচের আগেই বরখাস্ত হলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। আজ খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত জানুয়ারিতেই মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন জাভি। কিন্তু এরপর বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার অনুরোধে নিজের সিদ্ধান্ত বদলে থাকার কথা জানান তিনি। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানান সংবাদমাধ্যমকে।
কিন্তু সেই ঘোষণা দেওয়ার পরও বার্সালোনো ছাড়তে হলো জাভিকে। স্প্যানিশ কোচের অপরাধ—তিনি বার্সার সাম্প্রতিক সময়ে ধুঁকতে থাকা অর্থনৈতিক অবস্থা নিয়ে সমালোচনা করেছেন। জাভির এই মন্তব্য তাঁতিয়ে দিয়েছে লাপোর্তাকে।
গত সপ্তাহে ক্লাবের অর্থনৈতিক অবস্থা নিয়ে জাভি বলেন, 'বার্সার অর্থনৈতিক অবস্থা ভালো জায়গায় নেই। পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা সবাই কাজ করছি।' ৪৪ বছর বয়সী কোচের এমন মন্তব্য মোটেও পছন্দ হয়নি বার্সার পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের। তারা লাপোর্তাকে সুপারিশ করেন জাভিকে বরখাস্ত করার জন্য।
সে সময় ক্লাব প্রেসিডেন্ট এ নিয়ে সরাসরি কিছু না বললেও গুঞ্জন উঠে, জাভি চাকরিচ্যুত হতে যাচ্ছেন। আর আজ সেই খবরই সত্যিই হলো। গত দুই দিন ধরে জাভির উত্তরসূরির নামও শোনা যাচ্ছে। বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ হ্যানসি ফ্লিক নিতে পারেন বার্সার দায়িত্ব।