সম্ভাব্য শেষ ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নাদালের
যে রোলা গারো ছিল তার দুর্গ, যেখানে জিতেছেন ১৪টি শিরোপা- সেই লাল মাটির কোর্ট থেকে বিদায়টা এমন হবে, তা হয়তো ভাবেননি রাফায়েল নাদাল। কিন্তু প্রকৃতির নিয়ম যেমন সবাইকে মেনে নিতে হয়, নাদালকেও তাই করতে হলো। ২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন এই স্প্যানিশ তারকা।
ক্যারিয়ারে এই প্রথম ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বাদ পড়লেন নাদাল। ২২ গ্র্যান্ডস্লামের ১৪টিই জিতেছেন রোলা গারোতে। সেই লাল মাটির কোর্টে নাদাল আজ হেরেছেন চতুর্থ বাছাই জার্মানির আলেকজান্ডার জভেরভের কাছে।
অবশ্য এটিই হয়তো ভবিতব্য ছিল। একের পর এক চোট আর ফিটনেস ইস্যু মিলিয়ে নাদালের আর কোর্টে ফেরা হবে কিনা, তা নিয়ে ছিল সংশয়। এই বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে ফেরার ইচ্ছা থাকলেও পারেননি চোট না সারায়।
নিজের সবচেয়ে প্রিয় জায়গা রোলা গারোতে যে করেই হোক খেলতে চেয়েছিলেন। কারণ এটিই তার শেষ ফ্রেঞ্চ ওপেন খেলা হয়ে থাকার সম্ভাবনা প্রবল।
নাদাল ফিরলেন, কিন্তু চোটে জর্জরিত শরীর তাকে খুব বেশিক্ষণ ধরে রাখতে পারল না। ২৭ বছর বয়সী জভেরভের কাছে সরাসরি ৬-৩, ৭-৬, ৬-৩ সেটে হারলেন আর এক সপ্তাহ পর ৩৮ পূর্ণ করতে চলা নাদাল। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে তাই বিদায় নিতে হলো স্প্যানিশ কিংবদন্তিকে।
ম্যাচ শেষে নাদাল অবশ্য আবারও তার ফ্রেঞ্চ ওপেন খেলা নিয়ে সরাসরি কিছু বললেন না। তবে ইঙ্গিত দিলেন, এটি তার শেষ হলেও হতে পারে, 'এই মুহূর্তে আমার জন্য বলা কঠিন যে এটিই আপনাদের সামনে আমার শেষবার কিনা। তবে যদি এটিই শেষ হয়ে থাকে, তাহলে জেনে রাখুন, আমি এটি উপভোগ করেছি'।
২০২৪ এর অলিম্পিক অনুষ্ঠিত হবে প্যারিসে। সেখানে রয়েছে টেনিসও। অলিম্পিকে দুবারের স্বর্ণপদক জয়ী নাদাল প্যারিসে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।