অবশেষে বিশ্বকাপে যাচ্ছেন লামিচানে, খেলবেন বাংলাদেশের বিপক্ষে
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সন্দীপ লামিচানে যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে নেপাল ক্রিকেট বোর্ড। অবশেষে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন লামিচানে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে নেপালের এই লেগ স্পিনারের।
যুক্তরাষ্ট্রে কিছু ম্যাচ হলেও এবারের বিশ্বকাপে তারা সহ-আয়োজক। মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজেই লামিচানে বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি পেয়েছেন বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল এক বিজ্ঞপ্তিতে আজ নিশ্চিত করেছে।
সিএএন এক বিবৃতিতে বলেছে, 'ভিসা না পাওয়ার পরও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে নেপালের ম্যাচে লামিচানে খেলবেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে সমন্বয় করে তা করা হয়েছে।'
ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় উইকেটে হেরে এবারের বিশ্বকাপ শুরু করে নেপাল। দলটি পরের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, সেটিও হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ১৫ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে খেলবে নেপাল।
ওয়েস্ট ইন্ডিজে খেলার সুযোগ পাওয়ার পর নিজের এক্স একাউন্টে লামিচানে লিখেছেন, 'আমি নেপাল সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও সিএএনকে ধন্যবাদ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে তারা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। যদিও দুর্ভাগ্যজনকভাবে সেটা পাইনি। ওয়েস্ট ইন্ডিজে শেষ দুই ম্যাচ খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছি। নিজের ও সব ক্রিকেট ভক্তের স্বপ্ন পূরণ করতে মুখিয়ে আছি।'