আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন হৃদয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লো স্কোরিং ম্যাচ বাংলাদেশ হেরেছে ৪ রানের ব্যবধানে। এই ম্যাচে আম্পায়ারদের বেশ কয়েকটি সিদ্ধান্ত গেছে বাংলাদেশের বিপক্ষে। যার মধ্যে রয়েছে একটি বাই ৪ রান ও নিশ্চিত দুটি ওয়াইড। যেগুলো যোগ হলে ম্যাচটি বাংলাদেশই জেতে।
এই ম্যাচে আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত বিতর্কিত ছিল৷ এমন ম্যাচে যেখানে একটি রানও গুরুত্বপূর্ণ, সেখানে বাংলাদেশ বঞ্চিত হয়েছে নিশ্চিত চার রান থেকে৷ এছাড়া কয়েকটি ওয়াইড বলও আম্পায়াররা দেননি।
মাহমুদউল্লাহ রিয়াদকে দেওয়া আউট নিয়ে বাংলাদেশ ব্যাটসম্যান তাওহিদ হৃদয় বলেছেন, 'সত্যি বলতে, সেটি ভালো সিদ্ধান্ত ছিল না। টাইট ম্যাচে আমাদের জন্য ভালো কিছু ছিল না সেটি। আমার মতে, আম্পায়ার আউট দিয়েছেন, কিন্তু আমাদের জন্য বিষয়টা কঠিন ছিল। ওই চারটি রান পেলে ম্যাচের চেহারা ভিন্ন হতে পারত।'
এরপর আইসিসির করা নিয়মের দিকে ইঙ্গিত করেন হৃদয়, 'আমার আর কিছু বলার নেই। নিয়ম তো আইসিসি করেছে, এটা তো আসলে আমাদের হাতে নেই। কিন্তু ওই সময় ওই চারটি রান খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য।'
হৃদয় নিজেও আউট হয়েছেন আম্পায়ার্স কলেই। অর্থাৎ, তাকে আউট না দিলে দক্ষিণ আফ্রিকা রিভিউ নিলেও বেঁচে যেতেন হৃদয়৷ নিজের আউট নিয়ে তিনি বলেন, 'আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছেন, আম্পায়ার কল দিতেই পারেন। তাঁরাও মানুষ, ভুল হতেই পারে। কিন্তু আমাদের আরও দু-একটি ওয়াইড ছিল, যেগুলো ওয়াইড দেননি। এখানে এ রকম ভেন্যুতে খেলা, যেখানে রান হচ্ছে না, লো-স্কোরিং ম্যাচ হচ্ছে, সেই জায়গায় একটি-দুটি রানও অনেক বড় ব্যাপার।'
হৃদয় এরপর যোগ করেন, 'আমি মনে করি, ওই চারটি রান বা দুটি ওয়াইড খুব ক্লোজ কল ছিল। এমনকি আমার আউটও আম্পায়ার্স কল ছিল। আমার কাছে মনে হয়, এই জায়গাগুলোয় উন্নতির সুযোগ আছে। আইসিসি যে নিয়ম করেছে, এটাতে তো আমাদের হাত নেই। আমার মনে হয়, যেটা হয়েছে, হয়ে গেছে।'