শীর্ষস্থান হারিয়ে পাঁচে সাকিব, হৃদয়ের উন্নতি ৩২ ধাপ
অনেক দিন ধরেই সাকিব আল হাসানের ব্যাটে রান নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দুই ম্যাচেও অনুজ্জ্বল থেকে গেছেন তিনি। বল হাতেও করতে পারেননি কিছু, চলতি বিশ্বকাপে এখনও কোনো উইকেট পাননি। এমন বিবর্ণ পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান তার দখলে নেই, পিছিয়ে গেছেন চার ধাপ।
সাকিবের অবনতি হলেও বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১০ ধাপ উন্নতি হয়েছে বাঁহাতি এই পেসারের। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং বিভাগের প্রাণ হয়ে ওঠা তাওহিদ হৃদয়। সপ্তাহের পারফরম্যান্স বিবেচনায় করা র্যাঙ্কিংয়ের হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি।
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ৩০ রান খরচায় উইকেট পাননি সাকিব। ব্যাট হাতেও পারেননি অবদান রাখতে পারেননি, ১৪ বলে করেন ৮ রান। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ ওভারে ৬ রান দেওয়া সাকিব উইকেটের দেখা পাননি, পরে ব্যাট হাতে ৪ বলে করেন ৩ রান। অচেনা সাকিব অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে বর্তমানে পাঁচ নম্বরে আছেন। শীর্ষস্থান এখন আফগানিস্তানের মোহাম্মদ নবীর দখলে।
বিশ্বকাপে নিজেদের দুই ম্যাচেই ব্যাটিংয়ে বাংলাদেশের কাণ্ডারী ছিলেন হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ৩৭ রান। এতে ৩২ ধাপ উন্নতি হয়েছে তার। ২৭তম স্থানে আছে হৃদয়, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা।
বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের। এগিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। ১০ ধাপ এগিয়ে মুস্তাফিজ আছেন ১৩ নম্বরে, তার উপরে বাংলাদেশের আর কোনো বোলার নেই। দুই ম্যাচে ২টি করে উইকেট নেওয়া তাসকিন আছেন ১৯তম স্থানে, তার উন্নতি হয়েছে ৮ ধাপ।
সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নেওয়া তরুণ এই পেসার এগিয়েছেন ১০৮ ধাপ। দুই ম্যাচে চার উইকেট নেওয়া তানজিম যৌথভাবে আছেন ৯৮তম স্থানে। দুই ম্যাচে চার উইকেট নেওয়া রিশাদের উন্নতি হয়েছে ২৪ ধাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম লেগ স্পিনার হিসেবে খেলা ২১ বছর বয়সী তরুণ আছেন ৩০তম স্থানে।