‘সমালোচনা অতো খারাপ কিছু নয়’- শেবাগের মন্তব্যের প্রসঙ্গে সাকিব
আগে থেকেই টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের ব্যাটে রান ছিল না। চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যর্থ হওয়ার পর তাকে নিয়ে চরম সমালোচনা শুরু হয়। ভারতের সাবেক ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ রীতিমতো সাকিবকে ধুঁয়ে দেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে তিনি বলেন, লজ্জিত হয়ে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া উচিত সাকিবের।
সমালোচনার ঝড়ের মাঝেই সাকিব ফিরলেন চেনা চেহারায়। ব্যাট হাতে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রেখে হলেন ম্যাচসেরাও। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের পাওয়া ২৫ রানের জয়ে তার অবদান ৬৪ রানের অপরাজিত ইনিংস। ব্যাট হাতে ছন্দে ফিরলেন, নায়ক হয়ে এলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। যেখানে প্রশ্ন থাকলো শেবাগের মন্তব্য নিয়ে। উত্তরে সাকিব জানালেন, সমালোচনা এমন খারাপ কিছু নয়। তার মতে, নিজের কাজটা করতে না পারলে কথা হবেই।
১৯ ইনিংস পরে টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করেছেন সাকিব, মাঝে চলে গেছে এক বছর আট মাস। অবশেষে ফিরতে নিশ্চয়ই স্বস্তি পাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এমন সময়ে সমালোচনা গায়ে মাখলেন না সাকিব। শেবাগের মন্তব্যের প্রসঙ্গে তিনি বললেন, 'সমালোচনার জবাব দেওয়ার জন্য কোনো খেলোয়াড় খেলে না। দলের হয়ে অবদান রাখা তার কাজ। সে সেটা করতে পারলে অনেক কথা হবেই। আমার মনে হয় সমালোচনা অতো খারাপ কিছু নয়।'
প্রথম দুই ম্যাচের বিবর্ণ সাকিবকে নিয়ে শেবাগ বলেন, 'গত বিশ্বকাপেই আমার এমন মনে হয়েছে, তাকে আর টি-টোয়েন্টিতে খেলানো উচিত নয়। অনেক আগেই তার অবসর নেওয়ার সময় হয়েছে। তুমি এতো সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিলে, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন, সাকিবের নিজেরই তো লজ্জা পাওয়া উচিত। নিজেরই বলা উচিত, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি।'
দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়ার বলে আউট হওয়ার ধরন নিয়েও সাকিবের চরম সমালোচনা করেন শেবাগ। তিনি বলেন, 'অভিজ্ঞ খেলোয়াড় বলেই যদি তাকে বিশ্বকাপে আনা হয়, তাহলে সেটা করে দেখাক। উইকেটে কিছু সময় তো দাও। তুমি অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেইডেন নও। তুমি বাংলাদেশের খেলোয়াড়। সেটা হিসাব করে খেলো। হুক-পুল তোমার শট নয়। তোমার যেটা শট, সেটা খেলো, অন্তত উইকেটে তো থাকো।' নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে শেবাগ জানান, নিজে থেকেই দলে না নেওয়ার জন্য নির্বাচকদের বলেছিলেন তিনি।