নেপালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দারুণ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর খুব কাছে গিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। না হলে নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়া জয়েই সুপার এইটের টিকেট মিলতো নাজমুল হোসেন শান্তর দলের। অপেক্ষা বাড়লেও আরেকটি সুযোগ আছে তাদের। আজ নেপালকে হারাতে পারলেই 'ডি' গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে যাবে বাংলাদেশ।
হারলেও থাকবে সুযোগ, তবে মেলাতে হবে অনেক সমীকরণ। এমন অবস্থায় তৃতীয় জয় তুলে নিয়ে পরের রাউন্ডের যাওয়ার লক্ষ্য নিয়েই আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নামছে তারা। ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের ম্যাচের একাদশের ওপরই ভরসা রাখা হয়েছে। নেপালের একাদশে একটি পরিবর্তন এসেছে। উইকেটের সুবিধা কাজে লাগাতেই আগে বোলিং করার কথা জানান নেপালের অধিনায়ক রোহিত পাউডেল। দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে সমস্যা হতে পারে, সেই ভাবনা থেকেই তার এমন সিদ্ধান্ত।
নেপালের বিপক্ষে এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, সেটাও টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত সেই আসরের প্রথম রাউন্ডের ম্যাচে নেপালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। নেপালকে ১২৬ রানে বেধে ২৭ বল হাতে রেখেই জেতে মুশফিকুর রহিমের দল। দলটির বিপক্ষে আবারও বিশ্বকাপেই দেখা হচ্ছে বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নেপাল একাদশ: কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পাউডেল (অধিনায়ক), অনিল সাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, গুলসান ঝা, সমপাল কামি, সান্দীপ জোরা, সন্দীপ লামিচানে ও অবিনাশ বোহারা।