বিপর্যয়ের পর জুটি গড়ে এগোচ্ছে নেপাল
তানজিম হাসান সাকিবের তোপে ২৬ রানেই ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে গিয়েছিল নেপাল। সেখান থেকে দলের হাল ধরে লড়াই করে যাচ্ছেন কুশল মালা ও দীপেন্দ্র সিং। তাদের ব্যাটে ১৩ ওভার শেষে ৫ উইকেটে ৫৪ রান তুলেছে নেপাল। ইতোমধ্যে ২৬ রানের জুটি গড়েছেন কুশল-দীপেন্দ্র। জয়ের জন্য ৪২ বলে ৫৩ রান দরকার তাদের।
দুর্বার তানজিমে ২৬ রানে ৫ উইকেট নেই নেপালের
অল্প রানের পুঁজি, বোলিংয়ে যা করার করতে হবে। দায়িত্বটা যেন একাই কাঁধে তুলে নিলেন তানজিম হাসান সাকিব। আগুনে বোলিংয়ে উইকেট এনে দিতে থাকলেন তরুণ ডানহাতি এই পেসার। তাসকিন আহমেদ না পারলেও তানজিমের সুরে সুর মেলালেন মুস্তাফিজুর রহমান। তাতে ২৬ রানেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা নেপাল।
তানজিম একাই ধসিয়ে দিয়েছেন নেপালের ব্যাটিং লাইন আপ। ৪ ওভারে ২টি মেডেনসহ মাত্র ৭ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন তিনি। যা তার ক্যারিয়ারসেরা বোলিং। তানজিমের তোপে দিক হারানো নেপাল ৯ ওভার শেষে ৫ উইকেটে ৪০ রান তুলেছে। কুশল মালা ও দীপেন্দ্র সিং উইকেটে আছেন।