টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির মালিক এখন সাহিল চৌহান
প্রতিপক্ষ বড় লক্ষ্যই দিয়েছিল। জিততে খুনে ব্যাটিং করা ছাড়া উপায় ছিল না। সাহিল চৌহান অবশ্য কোনো চাপই নিলেন না। প্রয়োজনের তুলনায় আরও বেশি গতিতে চললো এস্তোনিয়ার এ ব্যাটসম্যানের ব্যাট। সাহিলের একার তাণ্ডবেই সাইপ্রাসের বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করে জিতলো দল, আর তার নাম বসে গেল রেকর্ডের তালিকায় সবার উপরে।
এস্তোনিয়ার ক্রিকেটার বলেই সাহিল পরিচিত কেউ নন, কিন্তু তিনি যে কীর্তি গড়েছেন; তা টি-টোয়েন্টি ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। সাইপ্রাসের বিপক্ষে দলকে সাহিল মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেছেন।
সাহিলের ঝড়ে নামিবিয়ার জ্যান নিকোল লফটি-ইটনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি চার মাসও টিকলো না। গত ফেব্রুয়ারিতে নেপালের বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি দখলে নেন নামিবিয়ার মিডল অর্ডার এই ব্যাটসম্যান, যা সাহিলের দখলে।
কেবল দ্রুততম সেঞ্চুরিই নয়, ইনিংসের সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও এখন তার। ২২ গজে সাইক্লোন বয়ে দেওয়া সাহিল ১৮টি ছক্কা মেরেছেন, যা আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টিতে ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ছাড়িয়ে গেছেন আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইকে। বাঁহাতি এই ওপেনার ১৬টি ছক্কা নিয়ে সবার উপরে ছিলেন।
স্বীকৃতি টি-টোয়েন্টিতে সাহিল নাম বসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইলের পাশে, ২০১৭ বিপিএল রংপুর রাইডার্সের জার্সিতে এক ইনিংসে ১৮টি ছক্কা মেরেছিলেন তিনি।
এক ইনিংস দিয়ে রেকর্ড বই এলোমেলো করে দেওয়া সাহিল এখন স্বীকৃত টি-টোয়েন্টিতেই দ্রুততম সেঞ্চুরির মালিক। এই রেকর্ডটি নিজের করে নিতেও তিনি পেছনে ফেলেছেন গেইলকে। ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেন গেইল, যা এতোদিন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল।
সাহিলের রেকর্ডের মালা গাঁথার ম্যাচে বড় লক্ষ্যেও সাইপ্রাসকে ৬ উইকেটে হারায় এস্তোনিয়া। ৪২ বল হাতে রেখেই ১৯২ লক্ষ্য টপকায় তারা। যার পুরো কৃতিত্ব সাহিলের। চারে নেমে মাত্র ৪১ বলে ৬টি চার ও ১৮টি ছক্কায় ১৪৪ রানের রেকর্ডময় ইনিংস খেলেন তিনি। তার ইনিংসেই জয় নিশ্চিত হয়ে যায় এস্তোনিয়ার, ব্যাটিং করা বাকি ছয়জনের মধ্য থেকে কেবল একজন দুই অঙ্কের রান করেন।