'নেইমারকে ছাড়াও ব্রাজিল শিরোপার দাবিদার’
বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
কোপা আমেরিকা মাঠে গড়ানোর আগে এবারের শিরোপা জিততে ফেবারিট কারা, যুক্তরাষ্ট্রে নিজের সময় কেমন কাটছে, নিজের পরিবার সহ আরও বিভিন্ন বিষয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন মেসি। সেখানেই আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, নেইমারকে ছাড়াও ব্রাজিল কোপা আমেরিকার অন্যতম ফেবারিট।
যদিও আর্জেন্টিনার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন মেসি, 'আমি সব সময় বলে এসেছি আর্জেন্টিনাই ফেবারিট। মনে করা হয়, আমরা সব সময় সেরা খেলাটাই খেলছি। আমরা সমালোচনার স্বীকার হলেও এ ব্যাপারে প্রশ্নের কোনো নেই। আজ আমি বলতে পারি, আমরাই সেরা। কারণ, আমরা সর্বশেষ চ্যাম্পিয়ন।'
কিন্তু ফেবারিট হলেও শিরোপা জেতা যে মোটেও সহজ কাজ হবে না, মেসি সেটিও জানেন, 'আমরা ফেবারিট বলে এই নয় যে এবারও আমরা হেসেখেলে জিতে যাব। ইকুয়েডরের এই প্রজন্মের ফুটবলাররা খুব ভালো করছে। তারা শারীরিকভাবে শক্তিশালী। কলম্বিয়া, উরুগুয়েও ভালো দল। ব্রাজিলের কথা না বললেও চলছে। নেইমারের না থাকা ব্রাজিলের জন্য দুঃখজনক ব্যাপার। তবে ওদের খেলোয়াড়ের অভাব নেই।'
নেইমারের না থাকার পরও ব্রাজিল যে অন্যতম ফেবারিট সেটিও বললেন এলএম টেন, 'নেইমার খুব কঠিন একটি বছর পার করছে। সে এখানে খেলতে আসতে পারেনি। সে না থাকলেও ব্রাজিল খুবই শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। শক্তিমত্তায় ব্রাজিল দলটা আর্জেন্টিনার মতোই। ওরা শিরোপার দাবিদার এবং ওরা কোপা আমেরিকা জিততে চাইবে।'